Zoom: কর্মী ছাঁটাই জুম ভিডিও কমিউনিকেশনে, চাকরি খোয়ালেন ১৩০০ কর্মী, ওয়ার্কফোর্স কমছে ১৫ শতাংশ
Zoom Video Communications: সংস্থার দাবি, করোনার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে তাদের ভিডিও কনফারেন্সিং পরিষেবার চাহিদাও কমেছে। আর তাই কর্মী ছাঁটাইয়ের কথা ভেবেছে এই সংস্থা।
![Zoom: কর্মী ছাঁটাই জুম ভিডিও কমিউনিকেশনে, চাকরি খোয়ালেন ১৩০০ কর্মী, ওয়ার্কফোর্স কমছে ১৫ শতাংশ Zoom fires around 1,300 employees, CEO takes salary cut of 98 per cent know in details Zoom: কর্মী ছাঁটাই জুম ভিডিও কমিউনিকেশনে, চাকরি খোয়ালেন ১৩০০ কর্মী, ওয়ার্কফোর্স কমছে ১৫ শতাংশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/08/f3dc4b057e573c09a4f6b699005e3cdd1675834677831485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Zoom: কর্মী ছাঁটাই (Layoffs) হচ্ছে জুম ভিডিও কমিউনিকেশন (Zoom Video Communications) সংস্থায়। কোভিডকালে বিশেষ করে লকডাউনের সময় বিভিন্ন কাজের জন্য প্রায় সকলে জুম কলের সঙ্গে পরিচিত হয়ে গিয়েছিলেন। সেই সংস্থাতেই এবার কর্মী ছাঁটাই হয়েছে। রয়টার্সের রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৩০০ কর্মী চাকরি খুইয়েছেন। জুম ভিডিও কমিউনিকেশন সংস্থার দাবি, করোনার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে তাদের ভিডিও কনফারেন্সিং পরিষেবার চাহিদাও কমেছে। প্রায় ১৫ শতাংশ ওয়ার্কফোর্স একধাক্কায় কমিয়ে দিয়েছে এই ভিডিও কনফারেন্সিং সংস্থা। এর পাশাপাশি সংস্থার সিইও এরিক ইউয়ান ঘোষণা করেছেন, তিনি আগামী অর্থবর্ষের জন্য তাঁর বেতন ৯৮ শতাংশ কমিয়ে নেবেন। তাছাড়াও ত্যাগ করবেন নিজের বোনাস। প্রসঙ্গত করোনার সময়ে বাড়িতে বসে অফিস মিটিং কিংবা পড়াশোনা করা- সবকিছুরই অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছিল জুম ভিডিও কল। ক্রমশ করোনার প্রকোপ কমার সঙ্গে সঙ্গে এই কমিউনেকশন সংস্থার চাহিদা কমেছে। আর তার জেরেই একপ্রকার বাধ্য হলে কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে এই সংস্থা।
Infosys: উইপ্রোর পর এবার ইনফোসিস। সূত্রের খবর, কয়েকশো ফ্রেশারকে ছাঁটাই করেছে ইনফোসিস সংস্থা। কারণ এই ফ্রেশাররা ইনফোসিসের আয়োজন করা একটি internal fresher assessment (FA) পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ভারতের আইটি কোম্পানি ইনফোসিস প্রায় ৬০০ জন ফ্রেশারকে ছাঁটাই করে দিয়েছে বলে শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। জানা গিয়েছে, ইনফোসিস কর্তৃপক্ষ একটি ইন্টারনাল টেস্টের আয়োজন করেছিল। সেখানে সব ফ্রেশারদের অংশগ্রহণ করতে বলা হয়েছিল। এই ইন্টারনাল পরীক্ষায় পাশ করতে না পারার ফলে ৬০০ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে সংস্থা থেকে। এই পরিসংখ্যান অবশ্য গত কয়েক মাসের মিলিত পরিসংখ্যান।
Dell Layoffs: এবার কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পরিকল্পনা ডেল (Dell) সংস্থার। শোনা যাচ্ছে, বিশ্বের স্তরে ৫ শতাংশ ওয়ার্ক ফোর্স (Work Force) কমাতে চলেছে ডেল কর্তৃপক্ষ। প্রায় ৬৬৫০ কর্মী চাকরি খোয়াতে পারেন এই পর্যায়ের কর্মী ছাঁটাইয়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে ডেল সংস্থার সিইও জেফ ক্লার্ক এর আগে কোম্পানিতে খরচ নিয়ন্ত্রণের জন্য নিয়োগ বন্ধ করার পাশাপাশি কর্মীদের কোথাও যাতায়াতের ক্ষেত্রেও কড়াকড়ি করেছিলেন। তবে বর্তমানে সেই পদ্ধতিতে আর সংস্থার খরচ নিয়ন্ত্রণ সম্ভব হচ্ছে না। আর তাই কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে ডেল কর্তৃপক্ষ। এর আগে কোভিডকালেও কর্মী ছাঁটাই করেছিল ডেল সংস্থা। তবে কত সংখ্যক কর্মী কাজ হারিয়েছিলেন তা জানা যায়নি। নতুন করে যে কর্মী ছাঁটাই প্রক্রিয়া হতে চলেছে সেখানে কোন কোন বিভাগ থেকে কর্মী ছাঁটাই করা হবে, তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি। তবে সূত্রের খবর, এবারের কর্মী ছাঁটাইয়ের পরে সংস্থায় ৩৯ হাজারের কাছাকাছি কর্মী থাকতে চলেছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)