এক্সপ্লোর
RSS Headquarter in Delhi: দিল্লিতে নয়া সদর দফতর পেল RSS, ১৫০ কোটিতে নির্মাণ, হাসপাতাল-গ্রন্থাগার কী নেই! জৌলুসে ফিকে রাজধানীর চারপাশ
New RSS Headquarter: তাক লাগানো ভাস্কর্য, ঝাঁ চকচরে অন্দরসজ্জা। ১৫০ কোটি টাকা খরচ করে নির্মাণ। ছবি: PTI, ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
ছবি: PTI, ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/10

দিল্লিতে এখন ডাবল ইঞ্জিন সরকার। কেন্দ্রে সরকার চালাচ্ছেন নরেন্দ্র মোদি। আবার রাজধানীর বিধানসভা নির্বাচনেও জয়ী হয়েছে বিজেপি। সেই আবহেই নয়া উদযাপনের মুহূর্ত হাজির। কারণ বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের সদর দফতর নির্মাণের কাজ সম্পূর্ণ হল সেখানে।
2/10

দিল্লিুর ঝন্ডেবালানে ‘কেশব কুঞ্জ’ নামের RSS-এর নতুন সদর দফতরটির নির্মাণ হয়েছে। ১২ তলা করে মোট তিনটি টাওয়ার তৈরি করা হয়েছে, ‘সাধনা’, ‘প্রেরণা’ এবং ‘অর্চনা’।
Published at : 12 Feb 2025 10:56 PM (IST)
আরও দেখুন





















