এক্সপ্লোর
RSS Headquarter in Delhi: দিল্লিতে নয়া সদর দফতর পেল RSS, ১৫০ কোটিতে নির্মাণ, হাসপাতাল-গ্রন্থাগার কী নেই! জৌলুসে ফিকে রাজধানীর চারপাশ
New RSS Headquarter: তাক লাগানো ভাস্কর্য, ঝাঁ চকচরে অন্দরসজ্জা। ১৫০ কোটি টাকা খরচ করে নির্মাণ। ছবি: PTI, ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।

ছবি: PTI, ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত।
1/10

দিল্লিতে এখন ডাবল ইঞ্জিন সরকার। কেন্দ্রে সরকার চালাচ্ছেন নরেন্দ্র মোদি। আবার রাজধানীর বিধানসভা নির্বাচনেও জয়ী হয়েছে বিজেপি। সেই আবহেই নয়া উদযাপনের মুহূর্ত হাজির। কারণ বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের সদর দফতর নির্মাণের কাজ সম্পূর্ণ হল সেখানে।
2/10

দিল্লিুর ঝন্ডেবালানে ‘কেশব কুঞ্জ’ নামের RSS-এর নতুন সদর দফতরটির নির্মাণ হয়েছে। ১২ তলা করে মোট তিনটি টাওয়ার তৈরি করা হয়েছে, ‘সাধনা’, ‘প্রেরণা’ এবং ‘অর্চনা’।
3/10

৩.৭৫ একর জুড়ে বিস্তৃতি RSS-এর সদর দফতরটি। সবমিলিয়ে প্রায় ৩০০ কক্ষ রয়েছে। মোট ১৫০ কোটি টাকা খরচ করা হয়েছে সদর দফতর নির্মাণে, যা হিন্দুত্বের আদর্শে বিশ্বাসে ৭৫ হাজারের বেশি মানুষের আর্থিক অনুদান থেকে এসেছে বলে দাবি সঙ্ঘের। RSS নেতা এবং কর্মীদের নিয়ে সেখানেই যাবতীয় অনুষ্ঠান হবে।
4/10

প্রাচীন এবং আধুনিক স্থাপত্যের নিদর্শন রয়েছে RSS-এর সদর দফতরে। ২০১৮ সালে নির্মাণ শুরু হয়। মূল যে অডিটোরিয়াম, সেটি বিশ্ব হিন্দু পরিষদের নেতা অশোক সিঙ্ঘলের স্মৃতিতে তৈরি। অশোক অযোধ্যায় রামমন্দির আন্দোলনের অন্যতম হোতা ছিলেন।
5/10

দফতরে ঢোকার মুখেই RSS-এর প্রথম প্রধান কেশব বলিরাম হেডগেওয়ারের একটি মূর্তি বসানো হয়েছে। বেসমেন্ট রেয়েছে, ১৩৫টি গাড়ি দাঁড় করানোর পার্কিংও রয়েছে সেখানে। পরবর্তীতে ২০০ গাড়ি ঢোকানো যাবে।
6/10

RSS-এর নয়া সদর দফতরে সৌরবিদ্যুৎের জোগান রয়েছে। গ্রন্থাগারে রয়েছে ৮৫০০ বই। গবেষণার জন্য বিনামূল্যে সেখানে প্রবেশ করা যাবে। পাশাপাশি, একটি ক্লিনিক, পাঁচ শয্যার হাসপাতালও রয়েছে। অন্দরসজ্জায় গেরুয়া রংয়ের ছোঁয়া রয়েছে সর্বত্র।
7/10

করোনা কালে নির্মাণকার্য সম্পূর্ণ হতে সময় লেগে যায়। জানা গিয়েছে, আগামী ১৯ ফেব্রুয়ারি সেখানে উপস্থিত হবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত এবং সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে। সেখানে কর্মীদের নিয়ে কার্যকর্তা সম্মেলন হবে। এখন থেকে দিল্লির ওই সদর দফতর থেকেই RSS-এর যাবতীয় কাজকর্ম সম্পাদিত হবে।
8/10

নাগপুরই এতদিন RSS-এর সদর দফতর ছিল। সেখানের সংঠনে এখন থেকে বার্ষিক ‘অখিল ভারতীয় প্রতিনিধি সভা’র আয়োজন করবে, যেখানে যাবতীয় সিদ্ধান্ত গৃহীত হয়। ২১ থেকে ২১ মার্চ ওই সভা হওয়ার কথা বেঙ্গালুরুতে।
9/10

এই তিন বিল্ডিংয়ের জায়গায় আগে দোতলা একটি বিল্ডিং ছিল। সেখান থেকেই কাজ চালাত RSS. সংস্কারের কাজ শুরু হওয়ার জেরে ২০১৬ থেকে ভাড়াবাড়িতে কাজ করছিল তারা।
10/10

গুজরাতের অনুপ দাভে RSS-এর এই নয়া সদর দফতরের নকশা তৈরি করেছেন। RSS-এর সঙ্গে সংযুক্ত পত্রিকা ‘পাঞ্চজন্য’, ‘অর্গানাইজার’, পাশাপাশি ‘সুরুচি প্রকাশনে’র দফতরও থাকছে নয়া সদর দফতরে।
Published at : 12 Feb 2025 10:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
ট্রেন্ডিং
