Viral News: দুই যমজ বোনের সঙ্গে বিয়ে দুই যমজ ভাইয়ের, অনুষ্ঠানে হাজির যমজ আত্মীয়রাও, ছবি ভাইরাল, গিনেস বুকে উঠতে পারে নাম
China Viral News: মধ্য চিনের আনহুই প্রদেশের ফুয়াং থেকে এই ঘটনা সামনে এসেছে।

নয়াদিল্লি: দুই যমজ বোনের সঙ্গে বিয়ে দুই যমজ ভাইয়ের। সব কিছু ঠিকঠাকই এগোচ্ছিল। কিন্তু হঠাৎই চমকে গেলেন অতিথিরা। কারণ বরকনের আত্মীয়দের মধ্যেও যমজ ভাইয়েদের আগমন ঘটল বিবাহ অনুষ্ঠানে। যমজদের নিয়ে আলাদা করে তোলা হল ছবিও। আর সেই ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। (Viral News)
মধ্য চিনের আনহুই প্রদেশের ফুয়াং থেকে এই ঘটনা সামনে এসেছে। চিনের Jiupai News জানিয়েছে, দুই যমজ ভাইয়ের সঙ্গে দুই যমজ বোনের বিয়ে। সচরাচর এমন ঘটে না বলে আত্মীয়-স্বজনরা সব ছুটে গিয়েছিলেন। কিন্তু বিয়েবাড়িতে যা দেখলেন, তা এখনও বিশ্বাসই করে উঠতে পারছেন না অনেকে। কারণ বরকনে দুই তরফের যমজ আত্মীয়দেরও দেখা পেলেন সকলে। (China News)
দুই যমজ বোনকে Shan Sisters বলে উল্লেখ করেছে Jiupai News. দুই যমজ ভাইকে পদবীর নিরিখে Song Brothers বলা হয়েছে। জানা গিয়েছে, কাছাকাছিই থাকতেন তাঁরা। ২০ বছর আগে তাঁদের মা-বাবাদের মধ্যে আলাপও ছিল। কিন্তু পরস্পরের ব্যাপারে সেভাবে কিছুই জানতেন না কেউ। পরবর্তীতে দুই যমজ বোন পছন্দ করেন ওই দুই যমজ ভাইকে।
ছবি: সংগৃহীত।
দুই যমজ বোন জানিয়েছেন, মা-বাবার তো বটেই, শ্বশুরবাড়ির লোকজনও তাঁদের আলাদা করে চিনতে পারেন না অনেক সময়। তাঁদের স্বামীর মধ্যে কোনটা কে, পরিষ্কার বুঝতে পারে না তাও। তবে তাঁদের নিজেদের মধ্যে বোঝাপড়ার কোনও অভাব নেই। কিন্তু পরিবারের অদ্ভুত সংযোগের কথা কথা জানতেও পারেননি এতদিনে।
বিয়ের পর অতিথিদের অভিবাদন জানাতে যখন ব্যস্ত ওই জোড়া দম্পতি, সেই সময় দেখা যায়, মেয়ে ও ছেলে, দুই পক্ষেই ঘনিষ্ঠ যমজ কাকা-মামা রয়েছে। এতে তাঁরা নিজেরাও হকচকিয়ে যান, হতভম্ব হয়ে পড়েন অতিথিরাও। বর ও কনের বেশে থাকা যমজ ভাইবোনের সঙ্গে তাঁদের যমজ কাকা-মামার ছবিও তোলা হয় আলাদা করে। সেই ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
চিনা সংবাদমাধ্য়ম থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, চারজোড়া যমজ সদস্য় থাকায়, সর্বাধিক যমজ সদস্যের পরিবার হিসেবে শীঘ্রই ওই পরিবারের নাম গিনেস বুক অফ ওয়র্ল্ড রেকর্ডসে নথিভুক্ত হতে পারে। পরিবারের তরফে ইতিমধ্যেই সেই চেষ্টা শুরু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, জীবনে কখনও এমন ঘটনা দেখেননি তাঁরা। তাই এই ঘটনাকে ‘মিরাকল’ও বলছেন অনেকে।
In 2015, in state of Kerala, India, identical twin grooms (Dinker/Dilraj) married identical twin brides (Reena/Reema)
— Sachin Jose (@Sachinettiyil) July 10, 2024
The wedding was presided by identical twins priests (Fr Rezi/Fr Rozy) had identical twin ring bearers (Henry/Hendri) and identical twin flower girls (Ansa/Asna) pic.twitter.com/P4QxVUzUe7
এর আগে, ভারতের কেরল থেকেও এমন ঘটনা সামনে আসে। কিছু বছর আগে ত্রিশূরে দুই যমজ ভাইয়ের সঙ্গে দুই যমজ বোনের বিয়ে হয়। তাঁদের বিয়ে সম্পন্ন হয় যমজ পাদরির হাতে। আংটি বয়ে আনেন দুই যমজ শিশু। ফ্লাওয়ার গার্লও ছিল একরত্তি দুই যমজ বোন।.























