Chinese Police Dog: কাজের মধ্যে ঘুমিয়ে পড়েছিল, কুকুরের থেকেও বোনাস কাটল পুলিশ কর্তৃপক্ষ !
China's first Corgi Police Dog: ২০২৩ সালের ২৮ অগাস্ট জন্ম হয়েছিল এই পুলিশ কুকুর ফুজাইয়ের। শ্যান্ডন প্রদেশের ওয়েফাংয়ে তারপর থেকেই পুলিশ কুকুরের প্রশিক্ষণ নেওয়া শুরু করে ফুজাই।

Viral News: চিনের প্রথম কোর্জি পুলিশ কুকুর ফুজাইকে নিয়ে বড় খবর। কুকুর হয়েও মানুষের মত কাজে ফাঁকি দিতেই কাটল বোনাস। কাজের সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ার অপরাধে বার্ষিক বোনাস কেটে নেওয়া হল এই পুলিশ কুকুরের। এমনকী সেই কুকুরটি (Chinese Police Dog) বাটির মধ্যে প্রস্রাব করেছিল বলেও জানা গিয়েছে (Viral News) যা একেবারেই অপেশাদার আচরণ। মানুষের মত কুকুরের থেকেও বেতন কাটার মত পরিস্থিতি শুনে নেটমাধ্যমে তুমুল শোরগোল।
২০২৩ সালের ২৮ অগাস্ট জন্ম হয়েছিল এই পুলিশ কুকুর ফুজাইয়ের। শ্যান্ডন প্রদেশের ওয়েফাংয়ে তারপর থেকেই পুলিশ কুকুরের প্রশিক্ষণ নেওয়া শুরু করে ফুজাই। মাত্র ২ মাস বয়স থেকেই এই প্রশিক্ষণ নেওয়া শুরু হয় তার। শ্যাঙ্গল কাউন্টি পাবলিক সিকিউরিটি ব্যুরোর (Chinese Police Dog) একজন প্রসিদ্ধ প্রশিক্ষক ঝাও কিংশুয়াই এই কুকুরটিকে নজর করেন, একটি ক্যাজুয়াল পার্কে ঘোরার সময়তেই কোর্জির মধ্যে পুলিশি কুকুরের বেশ কিছু বৈশিষ্ট্য বা সম্ভাবনা নজর করেন তিনি।
বিস্ফোরক শনাক্তকরণে সক্ষম ছিল এই কুকুরটি, ফলে কিছুদিনের মধ্যেই তার প্রশিক্ষণ শুরু হয়ে যায় পুলিশি কুকুর হিসেবে। ২০২৪ সালের জানুয়ারির মধ্যে এই কুকুর ফুজাই একজন দক্ষ রিজার্ভ এক্সপোসিভ ডিটেকশন অপারেটিভ হিসেবে কাজ করতে শুরু করে। ঠিক তার এক মাস পরেই চিনের সমাজমাধ্যমে এক বড় তারকা হয়ে ওঠে ফুজাই। ছোট ছোট পা, অসম্ভব প্রাণোচ্ছ্বল মুখের (Chinese Police Dog) অভিব্যক্তি, অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে বহু মানুষের হৃদয় জয় করে নিয়েছিল ফুজাই। অক্টোবর মাসে পূর্ণ যোগ্যতা সম্পন্ন পুলিশ কুকুর হিসেবে স্নাতক উত্তীর্ণ হয় ফুজাই। ওয়েফাং পাবলিক সিকিউরিটি ব্যুরোর পক্ষ থেকে ফুজাইয়ের নামে একটি সমাজমাধ্যম প্রোফাইল চালানো হত 'কোর্জি পুলিশ ডগ ফুজাই অ্যান্ড ইটস কমরেডস' নামে। এই পেজেই ফুজাইয়ের জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হত। সংবাদসূত্রে জানা যাচ্ছে, ১৯ জানুয়ারি এই পেজে একটি ভিডিয়ো পোস্ট করে ২০২৪ সালে এই কুকুরের সমস্ত কৃতিত্ব জানানো হয়েছিল। বিভিন্ন সুরক্ষামূলক কাজ, ওয়েফাং পুলিশ কুকুরের প্রোফাইলকে আরও গর্বোন্নত করে তোলার জন্য ফুজাইকে লাল ফুল, ট্রিট এবং খেলনা উপহার দেওয়া হয়েছিল।






















