Viral Video: প্রবল বর্ষণে ২০০ ফুট উঁচু ঐতিহাসিক দুর্গের প্রাচীর নিমেষে ধসে পড়ল মাটিতে ! ভয়ঙ্কর ভিডিয়ো প্রকাশ্যে
Jaipur News: এই ঘটনার পরে আমীর দূর্গের সুপারিন্টেন্ডেন্ট ডা. রাকেশ ছোলক বলেছেন যে হাতি ও পর্যটকদের কল্যাণের কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাসাদটি বন্ধ রাখা হয়েছে।

Rajasthan News: রাজস্থানের জয়পুরের আমীর দূর্গে প্রবল বর্ষণের মধ্যে একটি ২০০ ফুটের বিশাল প্রাচীর ধসে পড়েছে। ভয়ঙ্কর ঘটনা। এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সংবাদসংস্থা পিটিআইয়ের শেয়ার করা একটি ভিডিয়োতে (Viral Video) দেখা যাচ্ছে যে রাজস্থানে প্রবল বৃষ্টিপাতের ফলে আমীর দূর্গের একটি বিশালাকায় প্রাচীরের একাংশ ধসে (Jaipur Fort) পড়েছে এবং তা জলের তোড়ে ভেসে গিয়েছে। শতাব্দী প্রাচীন এই প্রাচীর জলের স্রোতে ভেসে যেতে দেখা গিয়েছে এই ভিডিয়োতে। অন্যদিকে দেখা যাচ্ছে একটি মোটরবাইক মাঝপথে ঝুলে রয়েছে।
এই ঘটনার পরে আমীর দূর্গের সুপারিন্টেন্ডেন্ট ডা. রাকেশ ছোলক বলেছেন যে হাতি ও পর্যটকদের কল্যাণের কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাসাদটি বন্ধ রাখা হয়েছে। অফিসের তরফে একটি নির্দেশিকায় বলা হয়েছে, ’২৩.০৮.২০২৫ তারিখে আমেরে বৃষ্টিপাতের কারণে জ্বলামাতা মন্দিরের সামনে রামবাগের দূর্গের একটি দেয়াল ধসে পড়েছে। হাতি ও পর্যটকদের কল্যাণের কথা মাথায় রেখে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমীর প্রাসাদে তথা দূর্গে হাতির পিঠে চেপে ভ্রমণ বন্ধ রাখা হয়েছে।’
VIDEO | Jaipur, Rajasthan: 200-feet long wall collapses in Amer Fort.
— Press Trust of India (@PTI_News) August 23, 2025
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/71ctptxqd6
এই আমীর প্রাসাদের কর্তব্যরত প্রহরী জাভেদ খান জানিয়েছেন প্রবল বর্ষণের সময় দুপুর দেড়টার দিকে এই প্রাসাদের বিশাল এই প্রাচীর ধসে পড়েছে। তাঁর কথায়, ‘আমেরে সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, আমাকে এখানে পৌঁছানোর এবং জনসাধারণকে সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছিল যাতে কেউ আহত না হন…কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আমাদের একজন কর্মীর একটি বাইক ধ্বংসস্তূপে চাপা পড়েছিল যা সিভিল ডিফেন্স টিম সরিয়ে ফেলেছে। ধসে পড়া দেয়ালটি ছিল আমীর দূর্গে যাওয়ার রাস্তা। রামবাগে যাওয়ার জন্যও এই রাস্তা ব্যবহার করা হত’।
#WATCH | Jaipur, Rajasthan | Amer Palace duty guard Javed Khan says, "The wall collapsed at around 1.30 pm while it was raining. It had been raining in Amer since morning... I was informed to reach here and evacuate the public, if any... There have been no injuries. A bike… pic.twitter.com/bnfrsWILwz
— ANI (@ANI) August 23, 2025






















