Viral News: প্রেমে সাড়া নেই, শুধুই বন্ধুত্ব? 'বান্ধবীর' বিরুদ্ধে ৩০ লক্ষ ডলারের মামলা সিঙ্গাপুরের যুবকের
Singapore Man Sues A Woman: প্রেম নয়, বন্ধুত্ব? তা হলে কোর্টেই ফয়সালা হোক। অভিযোগ, 'বান্ধবীর' থেকে প্রত্যাশিত প্রেম না পেয়ে তাঁর বিরুদ্ধে ৩০ লক্ষ ডলারের মামলা ঠুকে দিলেন যুবক। সিঙ্গাপুরের ঘটনা।
সিঙ্গাপুর: প্রেম নয়, বন্ধুত্ব? তা হলে কোর্টেই ফয়সালা হোক। অভিযোগ, 'বান্ধবীর' থেকে প্রত্যাশিত প্রেম না পেয়ে তাঁর বিরুদ্ধে ৩০ লক্ষ (3 million dollar) ডলারের মামলা (lawsuit against woman) ঠুকে দিলেন যুবক (singapore man files lawsuit)। সিঙ্গাপুরের ঘটনা। আদালতে যুবক জানিয়েছেন, এর জন্য তাঁকে 'ইমোশনাল ট্রমা'-র (emotional trauma for friendzoning) মধ্য়ে দিয়ে যেতে হয়েছে। তা ছাড়া তাঁর 'ইমেজ'-এ যে বিপুল ধাক্কা লেগেছে, তার ক্ষতিপূরণ বাবদই ৩০ লক্ষ ডলারের মামলা।
প্রেমের বদলে বন্ধুত্ব?
যুবকের নাম কে কৌশিগন। ২০১৬ সালে তাঁর সঙ্গে আলাপ হয় নোরা টান নামে এক যুবতীর। সেখান থেকে বন্ধুত্ব। কিন্তু কৌশিগনের দাবি, তিনি নোরার প্রেমে পড়ে গিয়েছিলেন। যদিও নোরা জানিয়েছেন, তিনি বরাবর যুবককে বন্ধু হিসেবোই দেখে এসেছেন। সমস্যা শুরু এখান থেকেই যা তুঙ্গে ওঠে ২০২০ সালের সেপ্টেম্বরে। তত দিনে যুবকের সবচেয়ে 'কাছের বন্ধু' হয়ে উঠেছেন নোরা। যদিও তাঁর কাছে কৌশিগন আর পাঁচ জন বন্ধুর থেকে আলাদা কিছু নন। প্রেমে এই 'বিশাল ধাক্কা'-র জন্য তখনই নোরার বিরুদ্ধে মামলা করার কথা ভেবেছিলেন যুবক। কিন্তু যুবতী তাঁর সঙ্গে নিয়মিত কাউন্সেলিং সেশনে যেতে রাজি হওয়ায় সেই সিদ্ধান্ত বদলে দেন। কিন্তু পরে নোরা জানিয়েছিলেন, প্রক্রিয়াটি চলাকালীন রীতিমতো অস্বস্তি হচ্ছিল তাঁর।'বান্ধবীর' এই স্বীকারোক্তি ভালো ভাবে নিতে পারেননি কৌশিগন। পরিষ্কার জানিয়ে দেন, হয় নোরাকে তাঁর কথা মেনে নিতে হবে যার অর্থ তাঁর প্রেম-প্রস্তাবে ইতিবাচক সাড়া দেওয়া অথবা এমন ক্ষতিপূরণ দিতে হবে যার বোঝা যুবতী সারা জীবন চাইলেও মিটিয়ে উঠতে পারবেন না।
কাউন্সেলিংয়ের পর...
প্রায় দেড় বছর ধরে দুজনের কাউন্সেলিং চলে। কিন্তু কাজের কাজ হয়নি। নোরা যে কিছুতেই তাঁর প্রেমে সাড়া দিচ্ছেন না সেটি মানতে পারেননি কৌশিগন। এদিকে তিতিবিরক্ত যুবতী তাঁর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। তার পরেই আইনি পদক্ষেপের সিদ্ধান্ত। একটি নয়, দুটি। মোট ৩০ লক্ষ ডলারের মামলা দায়ের হয়েছে সিঙ্গাপুর হাইকোর্টে। এছাড়া 'ইমোশনাল ট্রমা'-র ক্ষতিপূরণও সামিল রয়েছে ওই অঙ্কে। এতেই শেষ নয়। ম্যাজিস্ট্রেটের কোর্টে আরও ২২ হাজার ডলারের মামলা করেছেন কৌশিগন। সম্পর্কের উন্নতির প্রতিশ্রুতি দিয়েও তা খেলাপ করেছেন, এই অভিযোগে 'বান্ধবীর' বিরুদ্ধে একসঙ্গে এতগুলি আইনি পদক্ষেপ। গোটা ঘটনায় চক্ষু চড়কগাছ পরিচিতদের অনেকের। খবর ছড়াতেই ভুরু কুঁচকেছেন বহু মানুষ। প্রত্য়াশিত প্রেম না পেয়ে এত বড় ক্ষতিপূরণের দাবি? আপাতত হাইকোর্ট ৯ ফেব্রুয়ারি প্রি-ট্রায়াল শুনানির তারিখ দিয়েছে।
আরও পড়ুন:'মুদ্রাস্ফীতি হয়েছে, কোনও লাভ নেই', কর কাঠামো নিয়ে কেন বললেন মমতা ?