Marriage News : বিয়ের মাত্র ৩ মিনিট পরেই ডিভোর্স ! বিশ্বের সবথেকে কম সময়ের বিয়ে ভাঙার কারণটা জানেন?
Shortest Marriage In History : মাত্র তিন মিনিটেই ভাঙল বিয়ে। ৩ মিনিটের মধ্যেই ডিভোর্স হয়ে গেল কুয়েতের দম্পতির! ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিয়ে বলে বলে দাবি সোশ্য়াল মিডিয়ায়।
বিয়ে মানেই সাত জন্মের বন্ধন। হিন্দু ধর্মে বিশ্বাস রাখা হয় পুণর্জন্মে। আর সেই সঙ্গে বিয়ে নামক প্রতিষ্ঠানটিকে এক জন্ম নয়, পরপর ৭ জন্ম একসঙ্গে থাকার অঙ্গীকার বলে মনে করা হয়। কিন্তু ইদানীং বাড়ছে ডিভোর্সের সংখ্যা। তা বলে কোনও বিয়ের মেয়াদ মাত্র কয়েক মিনিট ! এমনটা শুনেছেন ? এমনটাই হল। কুয়েতে। মাত্র তিন মিনিটেই ভাঙল বিয়ে। ৩ মিনিটের মধ্যেই ডিভোর্স হয়ে গেল কুয়েতের দম্পতির! ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিয়ে বলে বলে দাবি সোশ্য়াল মিডিয়ায়।
কীভাবে ভাঙল বিয়ে ?
ইন্ডিপেনডেন্টস ইন্ডির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার সময় বর কনেকে অপমানজনক কথা বলেন। তাঁকে বিয়ে সেরে বেরনোর পরই 'বোকা' বলে বিদ্রুপ করেন তিনি। মাত্র কয়েক মিনিট আগেই বিয়ে সেরে বের হচ্ছিলেন দম্পতি। আনুষ্ঠান শেষে দম্পতি যখন কোর্টহাউস থেকে বেরোচ্ছিলেন, তখনই হোঁচট খান কনে। আর তারপরই ধরাস করে যান পড়ে।
কেন ভাঙল বিয়ে ?
এনডিটিভির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বউ পড়ে যেতেই বর তাঁকে বোকা বলে বিদ্রুপ করেন। একথা শোনামাত্রই রেগে লাল হয়ে যান নববধূ। তাঁকে কোনওভাবেই শান্ত করা সম্ভব হয়নি। তিনি বিচারককের কাছে গিয়ে অবিলম্বে তাদের বিয়ে বাতিল করতে বলেন। নববধূর যুক্তি শুনে, তাঁর দাবি মেনে নেন বিচারকও। মাত্র তিন মিনিটের মাথায় বিয়ে বাতিল করে দদেন তিনি । নেটিজেনদের দাবি এটাই ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিয়ে।
ঘটনাটি হালফিলে নয়। হয়েছিল ৫ বছর আগে। কোনও কারণে সোশ্যাল মিডিয়ায় আবার তা ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কনের পাশে দাঁড়িয়েছেন,কেউ আবার বিস্ময় প্রকাশ করেছেন।
মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে এক ব্যক্তি লেখেন, সম্মান ছাড়া বিবাহ শুরু থেকেই ব্যর্থ হয়। আরেকজন আবার লিখেছেন, কেউ যদি শুরুতেই এভাবে আচরণ করে, তাহলে তাঁকে ছেড়ে দেওয়াই ভালো। ২০০৪ সালে, যুক্তরাজ্যের এক দম্পতি বিয়ের মাত্র ৯০ মিনিটের পরে বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছিলেন। দম্পতির নাম ছিল, স্কট ম্যাককি ও ভিক্টোরিয়া অ্যান্ডারসন । কনে বরযাত্রীদের কথায় অপমানিত বোধ করার পর বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেন।
আরও পড়ুন :