Viral Video: মহাকুম্ভে পুণ্যার্থীদের খাবারে ছাই ঢালছে পুলিশ! ভাইরাল ভিডিও নিয়ে তুমুল বিতর্ক!
Mahakumbh Viral Video:

কখনও আগুন। কখনও পদপিষ্ট। কখনও হুড়োহুড়ি। কখনও পুণ্যার্থীদের জন্য দেওয়া ভাণ্ডারায় ছাই, বারবার বিপর্যয়-বিতর্কের সাক্ষী মহাকুম্ভ। আর এতেই প্রশ্ন উঠছে, মাসের পর প্রচার প্রচার চালিয়ে, ভক্তদের আমন্ত্রণ জানালেও, তাঁদের নিরাপত্তার পর্যাপ্ত বন্দোবস্ত কি করেছিল যোগী আদিত্যনাথের সরকার? এই বিপুল ভিড় সামালানোর মতো যথেষ্ট ব্যবস্থা কি করা হয়েছিল?
১৪৪ বছর পর হওয়া 'বিরল যোগে' ত্রিবেণী সঙ্গমে এসে পদপিষ্ট হয়ে প্রাণ গেছে বহু মানুষের। তারপর আবার সামনে এসেছে চরম অব্যবস্থার অভিযোগ। এরই মধ্যেই পুণ্যার্থীদের বিনামূল্যে খাবার সরবরাহের ব্যবস্থা করেছে বহু সংগঠন। এমনই এক ভান্ডারার পরিবেশিত খাবারে ছাই মেশানোর অভিযোগ উঠল খোদ পুলিশকর্তার বিরুদ্ধে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে, সোরাঁও থানার ইন্সপেক্টর ব্রিজেশ কুমার তিওয়ারি পুণ্যার্থীদের জন্য রান্না করা ভাণ্ডারার খাবারে ছাই ফেলে দিচ্ছেন। অভিযোগ খতিয়ে দেখে প্রায় সঙ্গে সঙ্গেই পদক্ষেপ করেছে পুলিশ প্রশাসন। ইন্টারনেটে ভিডিয়োটি এরপর এতটাই ভাইরাল হয়ে যায় যে, ওই আধিকারিককে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় উত্তর প্রদেশ পুলিশ কর্তৃপক্ষ।
ভিডিয়ো রিলটি পোস্ট করেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘যাঁরা মহাকুম্ভে আটকে পড়া মানুষের খাদ্য-পানীয়ের ব্যবস্থা করছেন, সেই স্বেচ্ছাসেবীদের প্রয়াসের উপর রাজনৈতিক বিদ্বেষের কারণে ছাই ফেলে দেওয়া হল। জনতা সচেতন হন!’
ये दुर्भाग्यपूर्ण है कि जो लोग महाकुंभ में फँसे लोगों के लिए भोजन-पानी की व्यवस्था कर रहे है उनके सद्प्रयासों के ऊपर राजनीतिक विद्वेषवश मिट्टी डाल दी जा रही है।
— Akhilesh Yadav (@yadavakhilesh) January 30, 2025
जनता संज्ञान ले! pic.twitter.com/LTwwKbBwO5
এক্স-এ পোস্ট করেছিলেন এক নেটিজেন। সেই পোস্ট ট্যাগ করা হয়েছিল অন্যদিকে, পুলিশ কর্তার কুকীর্তির ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডিসিপি গঙ্গা নগরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট। দাবি করা হয়, এমন লজ্জাজনক কাজের জন্য ওই পুলিশকর্তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়।
এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
কিন্তু কেন ভাণ্ডারার খাবারে ছাই মিশিয়ে দিলেন ওই পুলিশকর্তা? জানা গিয়েছে, নেহাতই রাগের বশেই ওই কাণ্ড ঘটিয়েছিলেন ছিলেন ব্রিজেশ। যে সংগঠন ওই নির্দিষ্ট ভাণ্ডারাটির আয়োজন করেছিল, অভিযোগ- তারা নাকি এসবের জন্য পুলিশের কাছে কোনও অনুমতি নেয়নি। সেই রাগেই পুণ্যার্থীদের রান্নার কাজ চলাকালীন সেই খাবারে ছাই মিশিয়ে দিয়েছিলেন ব্রিজেশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
