Offbeat News: মাইগ্রেনের প্রবল যন্ত্রণা, রোগীর সিটি-স্ক্যানের রিপোর্ট দেখে হতচকিত চিকিৎসকরা
Migraine Problem: একজন ৫২ বছর বয়সী ব্যক্তি গুরুতর মাইগ্রেনে আক্রান্ত ছিলেন। গত চার মাস ধরে ঘন ঘন মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ট হয়ে উঠছিল ওই ব্যক্তির।
কলকাতা: মাইগ্রেনের (Migraine) সমস্যা অনেকেরই আছে। কিন্তু সেই রোগ সারাতেই গিয়েই এক ভয়ঙ্কর সমস্যা দেখলেন চিকিৎসকরা।
নিউইয়র্ক পোস্টের একটি রিপোর্টে দেখা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে একজন ৫২ বছর বয়সী ব্যক্তি গুরুতর মাইগ্রেনে আক্রান্ত ছিলেন। গত চার মাস ধরে ঘন ঘন মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ট হয়ে উঠছিল ওই ব্যক্তির। এরপরই তিনি সিদ্ধান্ত নেন চিকিৎসকদের কাছে যাওয়ার। আর হাসপাতালে যেতেই অবিলম্বে সিটি স্ক্যান করেন চিকিৎসকরা। সেখানেই দেখা যায় ওই ব্যক্তির মাথায় একাধিক সিস্ট রয়েছে। যা শূকরের টেপওয়ার্মের কারণে তৈরি হয়েছে।
কিন্তু কীভাবে এমনটা হল?
চিকিৎসকরা জানান, ওই রোগীর পছন্দের খাবার ছিল বেকন। অল্প রান্না করা বেকন খাওয়ার ফলে তিনি এই রোগে আক্রান্ত হন। মাইক্রোস্কোপিক ডিমগুলি তার অন্ত্রে প্রবেশ করে প্রথমে। যার ফলে একটি টেপওয়ার্ম সেখানে তৈরি হয়। সেখানেই ডিম পাড়ে। চিকিত্সকরা জানান, পরজীবী সংক্রমণ নিউরোসিস্টিসারকোসিস রোগে আক্রান্ত ওই রোগী। বৈজ্ঞানিক পরিভাষায় শরীরের বিভিন্ন অঙ্গে সংক্রমিত করে।
সম্প্রতি আমেরিকান জার্নাল অফ কেস রিপোর্টে লোকটির অসুস্থতার বিশদ বিবরণ প্রকাশিত হয়েছে । রোগীকে প্রথমে আইসিইউ-তেই ভর্তি করা হয়। দিনে চারবার কর্টিকোস্টেরয়েড ডেক্সামেথাসোন দেওয়া হয়েছিল। তাকে দুই সপ্তাহের জন্য অ্যালবেনডাজল এবং প্রাজিকুয়ান্টেলও দেওয়া হয়েছিল, যা কৃমি সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়।
ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ (এনআইএইচ) অনুমান করে যে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর নিউরোসিস্টিসারকোসিসের ১৩২০ থেকে ৫০৫০টি ঘটনা ঘটে।
আরও পড়ুন, একটুকরো বাটার চিকেন কাড়ল প্রাণ! যুবকের মর্মান্তিক মৃত্যুতে উঠছে প্রশ্ন
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে