Viral News: কুমিরকে বিয়ে করলেন মেয়র! আজব কাণ্ডে হতবাক বিশ্ব
Viral Video: পাত্রী কোনও মহিলা নয়। কুমির! অবাক হবেন না, এমনটাই হয়েছে। আর পাত্রও যে সে কেউ নয়। খোদ মেয়র।
কলকাতা: এমন বিয়ে (Marriage) বোধহয় কস্মিনকালেও কেউ দেখেনি। পাত্রের বিয়ে হল। তবে পাত্রী কোনও মহিলা নয়। কুমির (Alligator)! অবাক হবেন না, এমনটাই হয়েছে। আর পাত্রও যে সে কেউ নয়। খোদ মেয়র (Mayor)। পাত্রী কুমিরকে রীতিমত কনে বেশে সাজিয়ে বিয়ে করেছেন তিন!
এমন ঘটনাটি ঘটেছে মেক্সিকোর (Mexico) ওয়াকসাকা গ্রামে (Village)। এই গ্রামটি মূলত মাছ ধরার জন্য বিখ্যাত। সেখানে থাকেনও সব জেলেরা। সেই এলাকার মেয়রই প্রথা মেনে বিয়ে করলেন একটি কুমিরকে। নিয়ম অনুসারে বিয়ের পর কনের সঙ্গে সারেন চুম্বনও! এই ঘটনার ভিডিওটি সোশাল মিডিয়ায় (Social Media) ভাইরালও (Viral) হয়েছে।
সান পেদ্রোর ওই জেলার মেয়র ভিক্টর হুগো সোসা বৃহস্পতিবার সাত বছর বয়সি কুমিরকে বিয়ে করেন। সেই ছবি জনপ্রিয়ও হয়েছে সোশাল মিডিয়ায়। অনেক ধুমধাম করেই এই বিয়ে সম্পন্ন হয়েছিল। স্থানীয়রা একটি উত্সবের মাধ্যমে ব্যাকগ্রাউন্ডে ভেঁপু এবং ড্রাম বাজানোর সঙ্গে সঙ্গে কুমির নববধূকে বরণ করা হয়।
In an age-old ritual, a Mexican mayor married his alligator bride to secure abundance. Victor Hugo Sosa sealed the nuptials by kissing the alligator's snout https://t.co/jwKquOPg93 pic.twitter.com/Vmqh4GpEJu
— Reuters (@Reuters) July 1, 2022
সংবাদসংস্থা রয়টার্সও এই খবর প্রকাশ্যে এনেছে। বলা হয়েছে সেই রাজ্যের চোনতাল এবং হুয়াভ আদিবাসী সম্প্রদায়ের মধ্যে প্রাক-হিস্পানিক যুগের ঐতিহ্যটি এটাই। শতাব্দী ধরে এমনটাই হয়ে আসছে। পৃথিবীতে মায়ের ভূমিকায় কুমিরকে দেবতা হিসেবে দেখা হয়।