Viral Video: জানলার ধারে দাঁড়িয়ে বিপজ্জনক ভাবে ঘর পরিষ্কার করছেন মহিলা, ভাইরাল ভিডিও
Viral: ঘর পরিষ্কারের এমন বিপজ্জনক নমুনা এর আগে বোধহয় কেউ কখনও দেখেননি। দেখে নিন এই ভাইরাল ভিডিও।
Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) মাঝে মাঝে এমন কিছু ভিডিও ভাইরাল (Viral Video) হয় যা দেখে বিস্ময়ের রেশ যেন কাটতেই চায় না। তেমনই একটি ভিডিও এবার ভাইরাল হয়েছে। দীপাবলির আগে উৎসবের মরসুমে প্রায় সকলেই ঘরবাড়ি পরিষ্কার করেন। অনেকের বাড়িতে পুজোও হয়। তবে ঘরবাড়ি পরিষ্কার করার নমুনা যে এত ভয়ঙ্কর হতে পারে সেটা এই ভাইরাল ভিডিও না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। তবে এই ভিডিও এর আগেও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ফের নতুন করে ভাইরাল হয়েছে এই ভিডিও। সোশ্যাল মিডিয়ায় অনেকদিন ধরেই এই ট্রেন্ড চলছে। আজকাল অনেক পুরনো ভিডিওই নতুন করে ভাইরাল হয়। এই ভিডিওতে দেখা গিয়েছে এক মহিলা বাড়ি পরিষ্কার করছেন। কিন্তু তাঁর বাড়ি পরিষ্কার করার নমুনা দেখে আঁতকে উঠেছেন নেটিজেনরা।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
Agar inke ghar Laxmi ji nahi aayi toh kisi ke ghar nahi aayegi Diwali pe pic.twitter.com/SPTtJhAEMO
— Sagar (@sagarcasm) October 20, 2022
কী দেখা গিয়েছে ওই ভিডিওতে
ভাইরাল হওয়া ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে এক মহিলা বাড়ির জানলা দিয়ে বেরিয়ে গিয়ে বিপজ্জনক ভাবে জানলার কার্নিশে দাঁড়িয়ে জানলা পরিষ্কার করছেন। যেভাবে বিপজ্জনক ভাবে তিনি দাঁড়িয়ে রয়েছেন তাতে যেকোনও মুহূর্তে মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। অঘটন ঘটেনি ঠিকই। কিন্তু ওই মহিলা যা কাণ্ড ঘটিয়েছেন তা দেখে সত্যিই আঁতকে ওঠার কথা। জানলার বাইরে একটুখানি সরু জায়গায় কোনওমতে ভারসাম্য রেখে দাঁড়িয়েছেন তিনি। হাতে একটা কাপড়। তারপর জানলার ফ্রেম সমেত পুরো জানলাটাই পরিষ্কার করতে দেখা গিয়েছে ওই মহিলাকে। এই ভাইরাল ভিডিও দেখে আঁতকে ওঠার পাশাপাশি নেটিজেনদের অনেকেই ওই মহিলার দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য তাঁর প্রতি রোষ প্রকাশ করেছেন। ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই মহিলার কাণ্ডকারখানা। ক্রমশ ভিউ, লাইক, কমেন্টের সংখ্যা বাড়ছে এই ভিডিওতে। ওই মহিলা কীভাবে এমন বিপজ্জনক কাজ করলেন, তাই নিয়েই প্রশ্ন তুলছেন নেটিজেনদের অনেকে।
আরও পড়ুন- ঠোঁটে ধরা সিগারেট দিয়েই একের পর এক রকেট জ্বালাচ্ছেন এই ব্যক্তি, ভাইরাল ভিডিও