Viral News: বইয়ের গন্ধে অ্যালার্জি, খুদের আজব রোগের বাহানায় অবাক সকলেই
Viral Video: মা জানিয়েছেন, ছেলে তাঁকে জানায় যে বইয়ের গন্ধে অ্যালার্জি রয়েছে। অতএব সে হোমওয়ার্ক করতে পারবে না।
কলকাতা: ছোটবেলায় হোমওয়ার্ক (Homework) করতে ভাল লাগে না কারোওরই। স্কুল (School) হোক কিংবা প্রাইভেট টিউশন (Private Tution) হোমওয়ার্ক শেষ করতে বললেই যেন গায়ে জ্বর আসে। কিন্তু হোমওয়ার্ক এড়াতে ১১ বছরের চিনা পড়ুয়ার কাণ্ড দেখে অবাক অনেকেই।
খুদে জানিয়েছে বইয়ের গন্ধে তার মারাত্মক অ্যালার্জি হচ্ছে। শুধু তাই নয় চোখেও জল পড়ছে সেই অ্যালার্জির জেরে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, নিজের অসুখ প্রমাণ করতে রুমাল নিয়ে চোখ নাক মুখে সে এক একাকার কাণ্ড। গোটা ঘটনাটি ছেলেটির মা বর্ণনা করেছেন সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন, বাথরুমে ঢুকে পড়ল ১২ ফুটের লম্বা অজগর! ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে কেঁপে উঠেছে সকলেই
তার মা জানিয়েছেন, ছেলে তাঁকে জানায় যে বইয়ের গন্ধে অ্যালার্জি রয়েছে। অতএব সে হোমওয়ার্ক করতে পারবে না। এমনটি সে এই কথাকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য নাকের মধ্যে টিস্যু দিয়ে তৈরি একটি বল নাকে ঢুকিয়ে রাখে। তার গাল বেয়ে তখন জল বেয়ে পরতে থাকে। তারপর শুরু হয় হাঁচি। যদিও ছেলের অভিনয়ে বিচলিত না হয়ে, তার মা তাকে ভান করা বন্ধ করে পড়াশোনা শুরু করতে বলেছিলেন।
‘Homework allergy’: boy claims reaction takes 5 years to ‘incubate’ goes viral https://t.co/TUSIIiwgR4
— South China Morning Post (@SCMPNews) September 14, 2022
তবে ছেলেকে পাল্টা প্রশ্নও করেন মা। সাফ বলেন, "গত পাঁচ বছর ধরে অ্যালার্জি ছিল না, হঠাৎ করে অ্যালার্জি হয়ে গেল?" ছেলেও কম যায় না। মায়ের প্রশ্নের জবাবে সেও বলে, "গত পাঁচ বছরে আমার এই অ্যালার্জি সুপ্ত অবস্থায় ছিল তাই বোঝা যায়নি।" ছেলের এই উত্তরে তো মায়ের ভিরমি খাওয়ার অবস্থা। সোশাল মিডিয়ায় এই খবরটি পোস্ট হতেই হাসির রোল ওঠে। অনেকেই নিজেদের ছেলেবেলার দিনগুলি ভাগ করে নিয়েছেন।