Viral: সিনেমার থ্রি-ইডিয়টস এবার বাস্তবে! হোয়াটসঅ্যাপ কলে সন্তান প্রসব করালেন চিকিৎসক
Viral Incident: বলিউডের জনপ্রিয় সিনেমা 'থ্রি ইডিয়টস' এর কথা মনে আছে? তেমনই এবার হোয়াটসঅ্যাপ কলে সন্তান প্রসব হল জম্মু-কাশ্মীরে।
নয়া দিল্লি: সিনেমায় যা দেখি, তা কি সবটাই সত্যি? এমন চিন্তা বা প্রশ্ন আমাদের মাথায় আসেই। কিন্তু এমনও কিছু ঘটে যা বাস্তবেও হয়। বলিউডের জনপ্রিয় সিনেমা 'থ্রি ইডিয়টস' এর কথা মনে আছে? র্যাঞ্চো (আমির খান অভিনীত চরিত্র) সেখানে কলেজের ভাইস চ্যান্সেলর (ভাইরাস- বোমান ইরানি অভিনীত চরিত্র) এর মেয়ের সন্তান প্রসব করিয়েছিলেন মোবাইলে কল করে। তেমনই এবার হোয়াটসঅ্যাপ কলে সন্তান প্রসব হল জম্মু-কাশ্মীরে।
রবিবার শ্রীনগরে তুষারপাতের কারণে এমনিতেই ভয়ঙ্কর পরিস্থিতি ছিল। সেই সময়ই এক গর্ভবতী মহিলার আচমকাই প্রসব বেদনা ওঠে। শীতকালে কেরান কুপওয়ারা জেলার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন থাকায় রোগীকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হবে সেটাও করা যায়নি। বায়ুপথেও যে নিয়ে যাওয়া যেতে পারে সেটিও করা যায়নি। বিশেষত মহিলার একাধিক শারীরিক সমস্যা শ্রীনগরে নিয়ে যাওয়ার প্রয়োজন ছিল। সাধারণত এইসব ক্ষেত্রে এয়ার অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টারের সাহায্যে জম্মু কিংবা শ্রীনগরে নিয়ে যাওয়া হয় ভূস্বর্গের প্রত্যন্ত অঞ্চলের মহিলাদের। কিন্তু প্রবল দুর্যোগের কারণে তা সম্ভব হয়নি।
প্রতিকূল পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ ভিডিও কলে ডাক্তারের পরামর্শ মতো কাজ করেন স্বাস্থ্যকর্মীরা। সুষ্ঠুভাবে কাজ মেটে। মা এবং সদ্যোজাত ভাল আছে বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন, ভ্যালেনটাইন্স ডে-এর দিন পৃথিবীতে ছুটে আসছে গ্রহাণু, বড় বিপর্যয়ের ইঙ্গিত?
ঝুঁকি নিয়ে শহরের চিকিৎসকদের সাহায্যে অস্ত্রোপচার করেন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা। গোটা বিষয়ে সম্পন্ন হয় হোয়াটসঅ্যাপ কলে। কেরানের স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আরশাদ সোফির ফোনে ভিডিও কল করে প্রয়োজনীয় পরামর্শ দেন ক্রালপোড়া মহকুমা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ পারভেজ এবং তাঁর সহকারীরা। ক্রালপোড়ার ব্লক মেডিকেল অফিসার ডাঃ মীর মোহাম্মদ শফি বলেন , "অনেক কঠিন অবস্থার মধ্য দিয়ে এই কাজ করেছি। শেষপর্যন্ত যে মা ও শিশু সুস্থ আছে এটাই অনেক পাওয়া।"