Viral News: ‘একা চলতে ধক লাগে’, জীবনের প্রতি ভালবাসার উদযাপন, নজির গড়লেন সদ্য বিবাহবিচ্ছিন্না
Divorce Celebration: পেশায় ফ্যাশন ডিজাইনার শালিনী, নেট দুনিয়ায় নিজের পরিচয় দেন শিল্পী হিসেবেই।
কলকাতা: ভারতীয় সমাজে বিবাহবিচ্ছেদ নিয়ে ছুঁৎমার্গ রয়েছে আজও। একছাদের নীচে রোজ গুমরে মরলেও, আলাদা হওয়ার কথা তাই ভাবতে পারেন না অনেকেই। বিশেষ করে মহিলাদের সমাজের ভ্রূকূটি সহ্য করতে হয় একটু বেশিই (Divorce Celebration)। সমাজের বেঁধে দেওয়া সেই বেড়াজাল উপেক্ষা করেই বিবাহবিচ্ছেদ, সর্বোপরি স্বাধীনতাপ্রাপ্তি উদযাপন করলেন এক তরুণী। জীবনের প্রতি ভালবাসার রং গায়ে মেখে ফোটোশ্য়ুট করালেন তিনি (Viral News)।
পেশায় ফ্যাশন ডিজাইনার শালিনী, নেট দুনিয়ায় নিজের পরিচয় দেন শিল্পী হিসেবেই। সম্প্রতি বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর। দোকা থেকে ফের একা হয়েছেন। বিবাহিত জীবনকে বিভীষিকা হিসেবেই উল্লেখ করেছেন তিনি। তার সমাপ্তি তাই উদযাপন না করে পারেননি শালিনী। লাল গাউন পরে ক্যামেরার সামনে ফোটোশ্যুট করিয়েছেন নিজের। জীবনের হাজারো সমস্যার মধ্যে দাম্পত্যের সমস্যাটা অন্তত মিটল বলে বার্তা দিয়েছেন (Divorce Photoshoot)।
View this post on Instagram
আরও পড়ুন: Justice Abhijit Ganguly: ফাঁদে ফেলতে সাক্ষাৎকার! অপপ্রচার নিয়ে মুখ খুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায়
একই সঙ্গে দাম্পত্যের নামে দিনের পর দিন গুমরে পড়ে থাকা মেয়েদের উদ্দেশে বার্তাও দিয়েছেন শালিনী। ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘যাঁরা নির্বাক হয়ে রয়েছেন, তাঁদের উদ্দেশে বিবাহবিচ্ছিন্না এক মহিলার বার্তা। জঘন্য বিবাহিত জীবন ছেড়ে বেরিয়ে আসা মোটেই ভুল সিদ্ধান্ত নয়। জীবনে খুশি হওয়ার অধিকার রয়েছে তোমারও। কোনও কিছুর সঙ্গে আপস কোরো না। নিজের জীবনের নিয়ন্ত্রণ থাক নিজের হাতেই। নিজের ভবিষ্যতের জন্য, সন্তানের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় পরিবর্তন ঘটানো অত্যন্ত প্রয়োজনীয়। বিবাহবিচ্ছেদ মোটেই ব্যর্থতা নয়। জীবনের একটা মোড়, এতে ইতিবাচক প্রভাবই পড়ে। বিয়ে ছেড়ে বেরিয়ে আসতে, একা নিজের পায়ে দাঁড়াতে ধক লাগে। তাই সেই সব সাহসিনীদের জন্য এই মুহূর্ত উৎসর্গ করলাম’।
আরও পড়ুন: পাহাড় থেকে বরফ তুলে নিয়ে ইনস্ট্যান্ট আইসক্রিম, রেসিপি দেখলেই চমকে যাবেন
শালিনীর এই পদক্ষেপ এবং বার্তাকে কুর্নিশ জানিয়েছেন নেটদুনিয়ার একাংশ। সাহসী পদক্ষেপের জন্য শালিনীর প্রশংসা করেছেন অনেকেই। ভবিষ্য়তের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তবে মুদ্রার এপিঠ ওপিঠের মতো, নেতিবাচক মন্তব্যও উড়ে এসেছে। বিবাহবিচ্ছেদ আজকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে বলেও উড়ে এসেছে মন্তব্য। এ সব পশ্চিমি সংস্কৃতির অংশ, এমন কটাক্ষও শুনতে হয়েছে শালিনীকে। তবে এসবে শালিনী প্রভাবিত হয়েছেন বলে মনে হয় না। নতুন জীবনকে গুছিয়ে নিতেই এই মুহূর্তে তৎপর তিনি।