Viral News: ট্রেনের মধ্যেই আইবুড়োভাতের এলাহি আয়োজন, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল
Viral Video: বাড়িতে আইবুড়োভাতের পর্ব চলে সেভাবে ট্রেনের মধ্যে আসন করে বসে আশীর্বাদ চলে। শেষে টাকাও দেওয়া হয় হাতে।
![Viral News: ট্রেনের মধ্যেই আইবুড়োভাতের এলাহি আয়োজন, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল Viral Video in ranaghat Local Train aiburobhat ceremony took place Viral News: ট্রেনের মধ্যেই আইবুড়োভাতের এলাহি আয়োজন, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/09/7e7a4b2e68e136b1d6ab6f0e205afb861702118765299223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আইবুড়োভাত থেকে প্রিওয়েডিং (Pre Wedding) -বিয়ে (Marriage) একাধিক মানুষ একাধিক বেনজির কাণ্ড করে থাকেন এই আনন্দ উৎসব নিয়ে। সম্প্রতি ট্রেনে বিয়ে করে হই হই ফেলে দিয়েছিলেন এক দম্পতি। এবার ট্রেনের মধ্যে আইবুড়োভাত আয়োজন করে শোরগোল ফেলে দিল রানাঘাট লোকাল (Ranaghat Local)।
ট্রেনের এই ভিডিওটি ভাইরালও হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ট্রেনের দরজার কাছে এক যুবককে বসিয়ে তাঁকে আয়বুড়োভাত খাওয়ানো হচ্ছে। ট্রেনে আয়োজনের জন্য থালা সাজিয়ে হয়তো আয়োজন কয়া যায়নি কিন্তু তাই বলে খামতি নেই। সকলের হাতে ছিল টিফিন বক্স। তাতে সব বাহাড়ি খাবার। ভাত, ডাল, মাছ, মাংস, লুচি, ভাজা, পায়েস, মিষ্টি আরও কত কী!
আরও পড়ুন, বিলাসবহুল বিয়ের নিমন্ত্রণে রুটি বানিয়ে খেলেন অতিথিরা! কেন এমন অভ্যর্থনা?
তবে শুধু খাওয়া দিয়েই শেষ নয়, ছিল আশীর্বাদ পর্ব। যেভাবে বাড়িতে আইবুড়োভাতের পর্ব চলে সেভাবে ট্রেনের মধ্যে আসন করে বসে আশীর্বাদ চলে। শেষে টাকাও দেওয়া হয় হাতে।
জানা গিয়েছে, এই ভাইরাল ভিডিওটি শিয়ালদা-রানাঘাট লোকালের। একসঙ্গে একই সময়ে ট্রেনে যাত্রা করতে করতে সখ্যতা গড়ে ওঠে। সেইভাবেই এই বন্ধুত্বের উদযাপন। বিয়ের আগে পাত্রটিকে আইবুড়োভাত খাওয়াতে চেয়েছিলেন। সেই মতো পরিকল্পনা করেই বাকি আয়োজন করা হয়।
View this post on Instagram
গোটা ঘটনার ভিডিও করা হয়। তা সোশাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)