Viral Video: চোখের পাতাতেও জমে বরফ, ধোঁয়া ওঠা নুডলও জমে পাথর, ছোঁয়া লেগে শূন্যে ঝুলে রইল চামচ, দৃশ্য দেখে থ সকলে
Extreme Cold Weather: কষ্টের মধ্যে সামান্য আরাম পেতে গিয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতা হল অভিনেতার। নিজের চোখে না দেখলে যা বোঝা সম্ভব নয়।
নয়াদিল্লি: তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে শীতের অপেক্ষা থাকে। এ বছর যদিও গড়িমসি করেই হাজির হয়েছে শীত (Extreme Cold)। কিন্তু হাজির হাওয়ার পর থেকে দাপটের সঙ্গে ব্যাটিং চালিয়ে যাচ্ছে। তবে কলকাতার শীতে যাঁরা জবুথবু, তাঁদের হাড়হিম করার জন্য যথেষ্ট ভাইরাল একটি ভিডিও, যাতে দেখা গিয়েছে, হাড় কাঁপানো ঠান্ডায় বাটিসুদ্ধ নুডল তো জমে গিয়েইছে, তা তুলতে গিয়ে শূন্যে দাঁড়িয়ে গিয়েছে চামচও (Viral Video)।
নিজের চোখে না দেখলে যা বোঝা সম্ভব নয়
প্রচণ্ড ঠান্ডায় ধোঁয়া ওঠা খাবার পেলে আর কী চাই! আর তা যদি হয় বরফের মাঝখানে, তাহলে তো কথাই নেই। কিন্তু কষ্টের মধ্যে সেই সামান্য আরাম পেতে গিয়ে অবিশ্বাস্য অভিজ্ঞতা হল অভিনেতার। নিজের চোখে না দেখলে যা বোঝা সম্ভব নয়। তাই নিজের অভিজ্ঞতা ভিডিও রেকর্ডিং করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি, যা দেখে স্তম্ভিত নেট দুনিয়া।
অভিনেতা হিসেবে ইনস্টাগ্রামে নিজের পরিচয় দিয়েছেন জেক ফিশার নামের এক ব্যক্তি। তাঁর ইনস্টাগ্রাম পেজটির নাম ‘ভয়সেস অফ জ্যাক’। ভিডিও-য় পেঁজা তুষারে ঢাকা পরিবেশে একবাটি নুডলস নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় জেক-কে।
ভিডিও-য় জেক যেখানে রয়েছেন, সেখানে ঠান্ডা কতটা তীব্র তার আঁচ মেলে তাঁর চেহারা দেখেই। চারিদিকে তো বটেই, জেকের মাথার টুপি থেকে চুল, দাড়ি এমনকি চোখের পাতাতেও বরফ জমে রয়েছে বলে চোখে পড়ে।
View this post on Instagram
আরও পড়ুন: Retirement Planning: অবসরের পর প্রতি মাসে পান ৭৫ হাজার টাকা,এই স্কিমে দারুণ রিটার্ন
সেই অবস্থাতেই কাঁটা চামচে বাটি থেকে নুডলস তুলে খেতে যান জেক। কিন্তু যায়, গরম নুডলস তো বাটিতে জমে গিয়েছেই, তা তুলতে গেলে নুডলের সংস্পর্শে এসে চামচটি সেঁটে যায় তার সঙ্গে। ফলে বাটির উপর নুডলের সঙ্গে গা লেগে আড়াআড়ি ভাবে শূন্যে ঝুলতে থাকে চামচটি।
গত ২৮ ডিসেম্বর ভিডিও-টি ইনস্টাগ্রামে পোস্ট করেন জেক। তার পর থেকে এখনও পর্যন্ত প্রায় সাড়ে ৪ কোটি মানুষ সেটি দেখেছেন। সেটিতে ‘লাইক’ ঠুকেছেন ১০ লক্ষের বেশি মানুষ। বরফাবৃত তাঁরা চেহারা দেখে কেউ কেউ আবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, সত্যিই বরফ নাকি মেকআপ করেছেন তিনি। ঠিক কোথায় ভিডিও-টি রেকর্ড করা হয়েছে, তা জানাননি জেক। তবে সেটি ভাইরাল হয়ে গিয়েছে।
ভাইরাল ভিডিও দেখে স্তম্ভিত নেট দুনিয়া
এর আগে, সম্প্রতি এক ফরাসি বিজ্ঞানী আন্টার্কটিকা থেকে ছবি পোস্ট করেছিলেন। সেখানে গবেষণার কাজে গিয়ে -৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিপাকে পড়েন তিনি। খাবার খেতে গিয়ে দেখেন, রান্না করা স্প্যাগেটি পাথরের মতো শক্ত হয়ে জমে গিয়েছে। চামচ ঢুকছেই না। সেই ছবিও ভাইরাল হয়ে যায়।