Viral Video: নীলগাইয়ের সঙ্গে 'লুকোচুরি' খেলছে বাঘিনী, জিতল কে? দেখুন ভাইরাল ভিডিও
Viral: ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রাজেশ সানাপ। মধ্যপ্রদেশের সাতপুরা ন্যাশনাল পার্কে এই ভিডিও তোলা হয়েছে।

Viral Video: সোশ্যাল মিডিয়ায় (Social Media) পশুপাখিদের বিভিন্ন মজার ভিডিও (Viral Video) মাঝে মাঝেই ভাইরাল হয়। তবে এবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে বেশ অবাক হয়েছেন নেটিজেনরা। এই ভাইরাল ভিডিওতে একটি নীলগাই এবং একটি পূর্ণবয়স্ক বাঘকে কার্যত লুকোচুরি খেলতে দেখা গিয়েছে। সাধারণত শিকার ধরতে সিদ্ধহস্ত বাঘ। ঝোপের আড়ালে লুকিয়ে থেকে কীভাবে আচমকা শিকারের উপর ঝাঁপিয়ে পড়তে হয়, তা তারা বেশ ভালই জানে। তবে এক্ষেত্রে তা হয়নি। বরং সামনে অনেক ঘাস থাকা সত্ত্বেও সেখানে লুকিয়ে থেকে নীলগাইটির উপর ঝাঁপিয়ে পড়েনি এই বাঘটি।
দেখে নিন সেই ভাইরাল ভিডিও
Hide and seek! It began when she saw the #Nilgai at about 80m. Interestingly, the #tiger had all the grass to hide, but she continued to blend with the road without cover. #SatpuraNationalPark #Hunting #predator #SavetTiger #TigerTales @NatureIn_Focus @RGSustain1 @conserve_ind pic.twitter.com/qMbK1fOhXG
— Rajesh Sanap (@RajeshVS87) November 6, 2022
জানা গিয়েছে ট্যুইটারে এই ভিডিও শেয়ার করেছেন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রাজেশ সানাপ। মধ্যপ্রদেশের সাতপুরা ন্যাশনাল পার্কে এই ভিডিও তোলা হয়েছে। এই ভিডিও শেয়ার করে রাজেশ ক্যাপশনে লিখেছেন, বাঘটি যখন নীলগাইটিকে দেখেছিল তখন তাদের মধ্যে প্রায় ৮০ মিটার দূরত্ব ছিল। এটি বাঘ নয় বাঘিনী বলেও জানিয়েছেন এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। কিন্তু এত দূর থেকে নীলগাইটিকে দেখার পরেও তার উপর ঝাঁপিয়ে পড়েনি বা তাকে আক্রমণ করেনি বাঘিনী। অথচ তার সামনে যথেষ্ট পরিমাণে ঘাস এবং ঝোপঝাড় ছিল। কিন্তু তার আড়ালে লুকিয়ে শিকার ধরার কোনও চেষ্টাই করেনি এই বাঘিনী। তবে যেভাবে সন্তর্পণে সে এগিয়ে যাচ্ছিল তা দেখে বলাই যায় যে শিকারকে বাগে আনার নিশ্চিত কোনও পরিকল্পনা ছিল ওই বাঘিনীর মাথায়।
তবে বাঘিনীর পরিকল্পনা কী ছিল তা স্পষ্ট না হলেও, তাকে দেখা মাত্রই এলাকা ছেড়ে চম্পট দিয়েছিল ওই নীলগাইটি। ভাইরাল ভিডিওতে সেই দৃশ্য ধরা পড়েছে। ইতিমধ্যেই ব্যাপক হারে ভাইরাল হয়েছে এই ভিডিও। ট্যুইটারের পাশাপাশি ইউটিউবেও এই ভিডিওর লাইক, কমেন্ট এবং ভিউয়ের সংখ্যা ক্রমশ বাড়ছে। নেটিজেনদের অনেকেই বলেছেন, নীলগাইটি না পালালে নির্ঘাত বাঘিনীর শিকার হয়ে যেত। তবে এ যাত্রায় কোনও অঘটন ঘটেনি। সঠিক সময়ে পালাতে পেরেছিল নীলগাইটি।
আরও পড়ুন- গাড়ির গিয়ার বদলের কায়দায় মুগ্ধ, চালককেই বিয়ে করলেন পাক-তরুণী






















