Viral Video: গায়ে কেউটে সাপ জড়িয়ে নিশ্চিন্তে ঘুম মহিলার! ভিডিও দেখে শিহরিত নেটিজেনরা
Viral News: এই রোমাঞ্চকর ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। প্রায় ২২ হাজার ভিউ। এরকম একটি মুহূর্তে ওই মহিলার আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে থাকাও কিন্তু কম অবাক করেনি নেটিজেনদের।
কলকাতা: কেউটে (Cobra): ফিল্মি ডায়লগে- 'এক ছোবলে ছবি', প্রাণী বিজ্ঞানের ভাষায়- বিষধর সাপ! আর সেই ঠান্ডা রক্তের প্রাণীটিকেই কি না জড়িয়ে শুয়ে নিশ্চিন্তে ঘুম দিচ্ছেন মহিলা। ভিডিওটি একবার নয়, বারবার দেখেছে সোশাল মিডিয়া (Social Media)। তবে কী ভিডিওটি (Video) কারসাজি করে বানানো? এমন ভিডিও দেখে শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত নামতে বাধ্য। যদিও এই ভিডিটির সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।
এই ভিডিওটি টুইটারে (Twitter) শেয়ার করেছেন আইপিএস অফিসার সুশান্ত নন্দা। তিনি মাইক্রো ব্লগিং সাইটটিতে লিখেছেন, "এরকম যদি হয়, আপনার প্রতিক্রিয়া কী হবে? তবে সহকর্মী জানিয়েছেন তাই আপনাদেরও জানিয়ে রাখা, সাপটি কিছুক্ষণ মহিলাটির গায়ে জড়িয়ে থাকলেও বেশ কিছুক্ষণ পড়ে কোনওরকম ক্ষতি না করেই সেখান থেকে চলে যায়।"
When this happens, what would be your reaction??
— Susanta Nanda IFS (@susantananda3) August 28, 2022
For information, the snake moved away after few minutes without out causing any harm…
(As received from a colleague) pic.twitter.com/N9OHY3AFqA
তবে এই রোমাঞ্চকর ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। প্রায় ২২ হাজার ভিউ। এরকম একটি মুহূর্তে ওই মহিলার আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে থাকাও কিন্তু কম অবাক করেনি নেটিজেনদের। অনেকেই জানিয়েছেন এমন ঘটনা তাঁদের সঙ্গে ঘটলে তাঁরা কী কী করতেন।
Would def not take video and try and make it viral..just wondering who was the brilliant chap shooting the clip?
— Viraag Agnihotri (@ViraagAgnihotri) August 28, 2022
Chant "Om Namah Shivaya" and surrender.
— Gurpreet (@Bharatiya_Sikh) August 28, 2022
Rather than asking - “what would be your reaction” .. the real question n answer might be - to react or not react.. might b better to not react in this case
— Joey Pandya (@Joeysjin) August 28, 2022
I will die with heart attack 🤣🤣🤣 if I am in that situation 🤭🤭😱🫣
— The Naani (@thenaani29) August 28, 2022
This was in Karnataka, she was chanting Shiva mallayya miraculously snake went without harming.
— Ravindra Balekai (@rvbalekai) August 28, 2022
আরও পড়ুন, কেউটের গায়ে পা! উপস্থিত বুদ্ধিতে সাপের ছোবল থেকে ছেলের প্রাণ বাঁচালেন মা