নয়া দিল্লি: পেটের দায়ে কত লোকে কত কী-ই না করে। সংসার চালাতে জীবনযুদ্ধে নেমেছেন এক মহিলা। সেই ভিডিও এবার ভাইরাল হল সোশাল মিডিয়ায়। কেবল জীবনযুদ্ধের লড়াই নয়, এই লড়াই মাতৃত্বেরও। বাচ্চাকে একা বাড়িতে রাখতে পারবেন না, অতএব এক প্রকার বাধ্য হয়েই বাইকে করে নিয়ে ডেলিভারি করতে বেরোন।
সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট হতেই ভাইরাল হয়েছে। নেটিজেনদের কথায় মাতৃত্বের ভারসাম্যের অনুপ্রেরণামূলক গল্পকে তুলে ধরে এই ভিডিও। ওই ভিডিওতে মহিলা জানিয়েছেন প্রায় এক মাস ধরে Zomato-তে কাজ করছেন তিনি। যদিও কাজের শুরুতে এটি চ্যালেঞ্জিং ছিল তাঁর কাছে। তবে পরবর্তীতে রুটিন মতো তিনি ধীরে ধীরে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন এই কাজের সঙ্গে।
তিনি এও বলেন, “আমি একজন হোটেল ম্যানেজমেন্টের ছাত্রী। আমার বিয়ের পরে, আমি একটি চাকরি খুঁজছিলাম। কাজ পেতে গিয়ে অনেক লড়াই করেছি। কারণ আমি আমার সন্তানকে দেখাশোনা করারও ছিল। তারপর আমি ভেবেছিলাম, আমার একটি বাইক আছে, এবং আমি আমার সন্তানকে আমার সঙ্গে কাজ করতে নিয়ে যেতে পারি, তাই আমি এই কাজটি বেছে নিয়েছি।"
View this post on Instagram
সোশাল ইনফ্লুয়েনসার বিশালের সঙ্গে এক কথপোকথনে তিনি জানালেন, জীবনযুদ্ধে সেই সংগ্রামের গল্প।
আরও পড়ুন, রেললাইনে SUV গাড়ি ছোটালেন মত্ত যুবক! রিল বানানোর নেশায় ভয়ঙ্কর চ্যালেঞ্জ!
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে