Aishwarya-Abhishek Marriage: অমিতাভের জন্মদিনেও ব্রাত্য ঐশ্বর্যা? বাদ গেলেন জামাতাও, বচ্চন পরিবারের সমীকরণ নিয়ে বাড়ল জল্পনা
Amitabh Bachchan: গত ১১ অক্টোবর অমিতাভের জন্মদিন ছিল। সেই উপলক্ষে অমিতাভের রিয়্যালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে বিশেষ আয়োজন হয়েছিল।
মুম্বই: অভিষেক বচ্চন এবং ঐশ্বর্যা রাইয়ের দাম্পত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। মেয়েকে নিয়ে ঐশ্বর্যা আলাদা থাকছেন বলে খবর। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে দাম্পত্যে চিড় ধরেছে বলে সামনে আসে প্রথমে, পরে আবার সম্পর্কে তৃতীয় জনের প্রবেশ নিয়েও গুঞ্জন ছড়ায়। বচ্চন পরিবারের তরফে সেই নিয়ে কিছু পরিষ্কার ভাবে জানানো না হলেও, পর পর বেশ কিছু ঘটনা নজর কাড়ছে সকলের। অভিষেক এবং ঐশ্বর্যার দাম্পত্যের বর্তমান অবস্থা নিয়ে এবার জল্পনা বাড়ালেন খোদ অমিতাভ বচ্চন। তাঁর জন্মদিনের ভিডিওয় পরিবারের প্রত্যেক সদস্যের নাম থাকলেও, বেছে বেছে ঐশ্বর্যা এবং নিখিল নন্দার নাম দেখা গেল না। নিখিল অমিতাভের মেয়ে শ্বেতার স্বামী। তাঁদেরও বিচ্ছেদ হয়ে গিয়েছে বলে খবর। (Aishwarya-Abhishek Marriage)
গত ১১ অক্টোবর অমিতাভের জন্মদিন ছিল। সেই উপলক্ষে অমিতাভের রিয়্যালিটি শো 'কৌন বনেগা ক্রোড়পতি'-তে বিশেষ আয়োজন হয়েছিল। বিশেষ দিনে অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন আমির খান এবং তাঁর ছেলে জুনেইদ খান। জন্মদিন উপলক্ষে সেখানে একটি ভিডিও চালানো হয়, যাতে বচ্চন পরিবারের প্রত্যেক সদস্যের নামের উল্লেখ ছিল। শুধু ঐশ্বর্যা এবং নিখিলের নাম কোথাও চোখে পড়েনি। এমনকি জন্মদিনে অমিতাভকে ভিডিও-বার্তায় শুভেচ্ছা জানাতে দেখা যায় শ্বেতার ছেলে অগস্ত্য নন্দা এবং মেয়ে নব্যা নভেলি নন্দাকেও। আরাধ্যার তরফে কোনও বার্তা দেখা যায়নি। (Amitabh Bachchan)
বিষয়টি সামনে আসতেই নতুন করে অভিষেক এবং ঐশ্বর্যার সম্পর্ক নিয়ে জল্পনা জোর পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় সেই নিয়ে নানাজন নানা প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লেখেন, 'বাহ্, বউমা আপনাদের মা-বাবা হিসেবে গ্রহণ করবে, কিন্তু আপনারা বউমাকে মেয়ে হিসেবে গ্রহণ করবেন না??? কোনও ফারাক নেই'। বেছে বেছে ঐশ্বর্যা এবং নিখিলের নাম বাদ দেওয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেও মনে করছেন অনেকে।
১৯৯৭ সালে ব্যবসায়ী নিখিলকে বিয়ে করেন শ্বেতা। তাঁদের দুই সন্তান রয়েছে। কিন্তু একসময় দিল্লিতে থাকলেও, কয়েক বছর আগে মুম্বই ফিরে আসেন শ্বেতা। বেশ কিছু বছর ধরে বচ্চনদের বাড়িতেই থাকেন তিনি। নিখিল আর তাঁকে একসঙ্গে দেখাও যায় না আর। মায়ানগরীর অন্দরমহল সূত্রে খবর, শ্বেতা এবং নিখিল আলাদা হয়ে গিয়েছেন। কিন্তু তাঁদের আইনি বিচ্ছেদ হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
চলতি বছরের শুরুতেই ঐশ্বর্যা এবং অভিষেকের দাম্পত্য নিয়ে জল্পনা জোর পায়। জানা যায়, মেয়েকে নিয়ে বচ্চনদের বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন ঐশ্বর্যা। এবছর ঐশ্বর্যার জন্মদিনেও বচ্চনদের কেউ তাঁকে শুভেচ্ছা জানাননি। আম্বানিদের বিয়েবাড়িতে গোটা বচ্চন পরিবার একসঙ্গে এলেও, আরাধ্যাকে নিয়ে আলাদা পৌঁছন। এমনকি সোশ্যাল মিডিয়ায় বলিউডের প্রায় সকলকে ফলো করলেও, ঐশ্বর্যাকে ফলো করেন না অমিতাভ।