Zomato: জোমাটোতে অর্ডার দিলে মিলছে 'গার্লফ্রেন্ড'ও ? ৪ হাজারেরও বেশি মানুষ কী খুঁজেছে জানেন ?
Zomato Order: ২০২৪-এ জোমাটোর সার্চ ট্রেন্ড দেখে অবাক হয়ে যাবেন আপনিও। এই ফুড ডেলিভারি অ্যাপের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে এই প্ল্যাটফর্মে ৪ হাজারেরও বেশি মানুষ 'গার্লফ্রেন্ড' খুঁজেছেন।
Zomato Order: বর্ষবরণের রাতে আপামর দেশের মানুষ উৎসবের মেজাজে ছিল। বিভিন্ন ফুড ডেলিভারি অ্যাপ থেকে নানারকম অর্ডার করেছেন তারা। বাড়ি থেকে দূরে আছেন যে অবিবাহিতরা, তারা এই সমস্ত প্ল্যাটফর্মে ভাল খাবার অর্ডার করেছেন। তবে ২০২৪-এ জোমাটোর (Zomato Order) সার্চ ট্রেন্ড দেখে অবাক হয়ে যাবেন আপনিও। এই ফুড ডেলিভারি অ্যাপের তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে এই প্ল্যাটফর্মে ৪ হাজারেরও বেশি মানুষ 'গার্লফ্রেন্ড' খুঁজেছেন, এমনকী বেশ কয়েকজন 'দুলহন'ও খুঁজেছেন।
এছাড়াও ৪০ জন জোমাটোতে 'বউ'ও খুঁজেছেন, জানা গিয়েছে তথ্যে। তবে এই তথ্যগুলি অসংগঠিত বলেই অনেকে মনে করছেন। এই সার্চ পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়নি। বুধবার এই কুইক কমার্স প্ল্যাটফর্ম এই তথ্য প্রকাশ করেছে। এই তথ্যে দেখা যাচ্ছে ২০২৪ সালে যা যা অর্ডার করা হয়েছে সেই সংখ্যার ভিত্তিতে দিল্লি এনসিআর ছাপিয়ে গিয়েছে পঞ্জাব, উত্তরপ্রদেশ ও রাজস্থানকে। দিল্লিতে যেখানে ১২.৪ কোটি অর্ডার এসেছে, সেখানে অন্য রাজ্যগুলিতে ১০ কোটি অর্ডার এসেছে। জোমাটো এও জানিয়েছে যে মুম্বইয়ের থেকে ৩০ লক্ষ বেশি অর্ডার এসেছে বেঙ্গালুরু থেকে। ১২ মে এই প্ল্যাটফর্মে সবথেকে বেশি অর্ডার এসেছে ৩৪.৮ লক্ষ এবং ২৯ জানুয়ারি সবথেকে কম অর্ডার এসেছে ১৬.৮ লক্ষ।
তবে জোমাটোতে এই গার্লফ্রেন্ড খোঁজার পোস্টে এক্স হ্যান্ডলে মুস্তাফা খুন্দমিরি কমেন্ট করেন, 'মানুষকে যত বোকা দেখানোর চেষ্টা করা হচ্ছে মানুষ তত বোকা নয়।' তিনি এক্স হ্যান্ডলে একটি স্ক্রিনশট শেয়ার করেন যেখানে দুটি রেস্তোরাঁর নাম লেখা আছে, এই দুই রেস্তোরাঁর একটির নাম গার্লফ্রেন্ড ফুডকোর্ট যা হায়দরাবাদের আমীরপাতে রয়েছে এবং অন্যটির নাম গার্লফ্রেন্ড আরাবিয়ান মান্ডি রেস্টুরেন্ট, এটিও হায়দরাবাদে রয়েছে। এই ঘটনায় এক্স হ্যান্ডলে আরও অনেকে নানাবিধ মন্তব্য করেছেন। একজন লিখেছেন, 'এটি কেবলমাত্র ভারতেই সম্ভব।' আবার একজন লেখেন, 'জোমাটো এরপরে ম্যাট্রিমনির দিকেও চলে যেতে পারে। কুইক ম্যাচ ওয়েডিং হবে এবার'।
ব্লিঙ্কইট, ইন্সটামার্ট, সুইগি ইত্যাদি প্ল্যাটফর্মের তথ্য থেকে জানা গিয়েছে, বর্ষবরণের রাতে অনলাইন পণ্য সরবরাহ সংস্থাগুলির অ্যাপের মাধ্যমে সবচেয়ে বেশি বিকিয়েছে আঙুর। হু হু করে বিক্রি হয়েছে কন্ডোম, এমনকি হ্যান্ডকাফ বা হাতকড়াও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Viral News: ৭৫ হাজার টাকার বাজি ধরে অঢেল মদ্যপান, মর্মান্তিক মৃত্যু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের