Viral News: ৭৫ হাজার টাকার বাজি ধরে অঢেল মদ্যপান, মর্মান্তিক মৃত্যু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের
Thai Social Media Influencer dies: থাইল্যান্ডে থাঙ্কারন কান্তি নামের এই ব্যক্তি বিডস বিক্রি করতেন। র্যাপ গানের জন্যই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তাঁকে একটি সমাজমাধ্যমের চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল।
Thai Social Media Influencer Death: সমাজমাধ্যমে বাজি ধরে মদ্যপান এবং তাতেই মর্মান্তিক মৃত্যু থাইল্যান্ডের এক সমাজমাধ্যম ইনফ্লুয়েন্সারের। এখন সমাজমাধ্যমে রিল বানানো একটা চল হয়ে গিয়েছে, আর এর জেরে দুর্ঘটনাও কিছু কম হয় না। মানুষ নিজের প্রাণ বাজি রেখেও এই কাজ করে চলেছেন। দেখা গেল এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার গোটা এক বোতল হুইস্কি (Viral News) খেয়ে নিলেন, ৭৫ হাজার টাকার জন্য এই মদ্যপানের (Social Media Influencer) বাজি ধরেছিলেন তিনি। গোটা বোতল মদ্যপানের পরে এমন ঘটনা ঘটল যা দেখে আপনি শিউরে উঠবেন। আর সেই ঘটনাই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।
এই ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, ২১ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার থাঙ্কারন কান্তি, জনৈক থাইল্যান্ডের বাসিন্দা, অঢেল মদ্যপান করছেন। তিনি জানাচ্ছেন যে একটি চ্যালেঞ্জ পূরণ করার জন্য একটা গোটা বোতল হুইস্কি খেয়ে নিলেন তিনি। আর তারপরেই শরীর খারাপ হতে থাকে তাঁর। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় অসুস্থ অবস্থায়। কিছুক্ষণ পরেই তাঁর মৃত্যু ঘটে।
কী চ্যালেঞ্জ ছিল ?
প্রতিবেদন অনুসারে থাইল্যান্ডে থাঙ্কারন কান্তি নামের এই ব্যক্তি বিডস বিক্রি করতেন। সমাজমাধ্যমে মূলত র্যাপ গানের জন্যই জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তাঁকে একটি সমাজমাধ্যমের চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে একটি ৩৫০ মিলির হুইস্কির বোতল তাঁকে একবারে খেয়ে শেষ করতে হবে। আর এই কাজ করতে পারলে তিনি ৩০ হাজার থাই বাথ অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৭৫ হাজার টাকা পেতেন।
কী দেখা যাচ্ছে ভিডিয়োতে
এই ভিডিয়োতে দেখা যাচ্ছে থাঙ্কারন এই চ্যালেঞ্জ শেষ করার জন্য বোতল থেকে সরাসরি মদ্যপান করছেন। তাঁর চারপাশে লোক জমে গিয়েছে এবং সকলেই তাঁকে আরও উদ্বুদ্ধ করছে। কিন্তু এই চ্যালেঞ্জ সম্পূর্ণ করার কিছুক্ষণের মধ্যেই তাঁর শরীর খারাপ করতে শুরু করে। বমি করতে শুরু করেন তিনি, তারপরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় থাঙ্কারনের। অনেকেই বলছেন এক বোতল হুইস্কি শেষ করার পরেও তিনি আরও এক বোতল হুইস্কি খেয়ে নিয়েছিলেন।
সমাজমাধ্যমে প্রতিক্রিয়া
সমাজমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই নানাবিধ মন্তব্য করতে শুরু করেন নেটিজেনরা। একজন লিখেছেন, 'পুওর গাই। ওর জন্য আমার খুবই কষ্ট হচ্ছে।' আবার অন্য একজন লেখেন, 'শুধু এর জন্য আপনার মৃত্যু হয়নি, একটা ছোট্ট বোতল হুইস্কি খেয়েই আপনি মারা গেলেন'।
আরও পড়ুন: BSNL: নতুন বছরে গ্রাহকদের উপহার, সস্তায় আরও ২ রিচার্জ প্ল্যান আনল BSNL