এক্সপ্লোর
Ajker Rashifal :মঙ্গলে কারা পা ফেলবেন মেপে ? কাদের কপাল খুলবে ম্যাজিকের মতো? পড়ুন আজকের রাশিফল
কেমন যাবে আজকের দিন, আপনার রাশিফল দেখে নিন।

আজকের রাশিফল
1/12

মেষ রাশির মঙ্গলবারের রাশিফল (Mesh Rashi Rashifal) - মঙ্গলবার সারাদিন সমস্যা বহুল হতে পারে মেষ রাশির জাতক-জাতিকাদের। কাজ পরিকল্পনা করে করা দরকার। টাকা ধার নেওয়ার আগে বারবার ভাবা দরকার। কর্মক্ষেত্রে কেউ আপনার বিরোধিতা করতে পারে। মন খুলে কথা বলুন।
2/12

বৃষ রাশির মঙ্গলবারের রাশিফল (Brisha Rashi Rashifal)- মঙ্গলবার বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য মাঝারি দিন। খরচ বাড়বে, ফলে সমস্যায় পড়তে পারেন। একটু বুঝে বিনিয়োগ করতে হবে। খরচ নিয়ে টেনশন থাকবে। আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য থাকবে।
3/12

মিথুন রাশির মঙ্গলবারের রাশিফল (Mithun Rashi) - মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি মিশ্র হতে চলেছে। বাবা-মায়ের কথায় পূর্ণ মনোযোগ দিন। বাবার পরামর্শ মেনে নিন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে খুশি হবেন।
4/12

কর্কট রাশির মঙ্গলবারের রাশিফল (Karkat Rashi )- কর্কট রাশির জাতক-জাতিকাদের কাছে দিনটি মোটামুটি কাটবে। উৎফুল্ল থাকতে পারেন আজ। স্বাস্থ্য দুর্বল থাকতে পারে।
5/12

সিংহ রাশির মঙ্গলবারের রাশিফল (Singha Rashi Rashifal ) সিংহ রাশির জাতক-জাতিকাদের দিনটি ভাল যাবে। কাজ সময়মতো শেষ করতে সহোদরদের সাহায্য নিতে পারেন। অপ্রয়োজনীয় কথা বলা এড়িয়ে চলতে হবে। আপনার ঘাড়ে দোষ আসতে পারে।
6/12

কন্যা রাশির মঙ্গলবারের রাশিফল (Kanya Rashifal )- কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে কিছু জটিলতা আসতে পারে । উন্নতির পথে বাধা আসবে না। কিছু সমস্যা থেকে মুক্তি পাবেন। বাড়ির মোরামতির কাজে ভাল ব্যয় হতে পারে।
7/12

তুলা রাশির মঙ্গলবারের রাশিফল (Tula Rashi Rashifal ) - তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি লাভের হতে চলেছে। টাকা-পয়সা নিয়ে কোনো সমস্যা হলে বাবার সাহায্য নিতে পারেন। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের পরিকল্পনা করতে পারেন।
8/12

বৃশ্চিক রাশির মঙ্গলবারের রাশিফল (Brishchik Rashi Rashifal ) - বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কাছে আজকের দিনটি আনন্দদায়ক হতে পারে। কাজের চাপ বাড়বে। কারও কথায় খারাপ লাগতে পারে। কর্মক্ষেত্রে কোনও পরিবর্তন করার কথা ভাবলে সতর্ক হয়ে পা ফেলুন।
9/12

ধনু রাশির মঙ্গলবারের রাশিফল (Dhanu Rashi ) - সহকর্মীদের সম্পর্কে কোনও কিছু খারাপ লাগা থাকতে পারে। পড়ুয়ারা চাপ মুক্তি পেতে পারেন। যে কোনও অমীমাংসিত কাজ শেষ হবে। ব্যবসায় টেনশন থাকবে।
10/12

মকর রাশির মঙ্গলবারের রাশিফল (Makar Rashi Rashifal) - মকর রাশির জাতক-জাতিকাদের কথাবার্তা ও আচরণের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আজ শ্বশুরবাড়ির কারও সঙ্গে তর্ক করতে পারে। দিনের শুরুটা একটু খারাপ হতে পারে। ভাল লাভ পেতে পড়তে হতে পারে সমস্যায় ।
11/12

কুম্ভ রাশির মঙ্গলবারের রাশিফল (Kumbha Rashi Rashifal ) কুম্ভ রাশির জাতক-জাতিকারা কোনও কাজের জন্য সমস্যার সম্মুখীন হতে পারেন। মনোযোগ দিতে হবে কাজে। পড়ুয়াদের একাগ্রতা বাড়াতে হবে।
12/12

মীন রাশির মঙ্গলবারের রাশিফল (Meen Rashi Rashifal Tomorrow)- মীন রাশির জাতক-জাতিকারা বিতর্ক থেকে দূরে থাকুন। আত্মীয়ের কাছ থেকে হতাশাজনক খবর পেতে পারেন। অযথা কথা বলা এড়িয়ে চলতে হবে। সন্তানদের বিষয়ে বিশেষ মনোযোগ দিতে হবে।
Published at : 17 Dec 2024 07:49 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ক্রিকেট
Advertisement
ট্রেন্ডিং
