এক্সপ্লোর
Horoscope Today 17 July 2022: ভাগ্য নয়, আজ ভরসা কর্ম, জমি-বাড়ি মামলা নিষ্পত্তির সম্ভাবনা, কোন রাশির জাতকের জেনে নিন

জেনে নিন কেমন কাটবে আজকের দিন।
1/12

আজ টাকা-পয়সার সমস্যা দেখা দিতে পারে। তাতে অশান্ত বোধ করতে পারেন। কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। আরামের সুযোগ পাবেন না। ব্য়বসায় লাভের সম্ভাবনা।
2/12

আজ আয়ের সুযোগ বাড়বে। গুরুত্বপূর্ণ নথি সামলে রাখুন। হারালে মুশকিলে পড়বন। সহকর্মীর সঙ্গে খারাপ ব্য়বহার করলে সমস্য়ায় পড়তে পারেন গ্রাহকের সঙ্গে কথা বলার সময় মাথা ঠান্ডা রাখুন ব্য়বসায়ীরা। রক্তচাপের সমস্যা রয়েছে যাঁদের, অতিরিক্ত মাথা গরম করবেন না। মায়ের কথা অমান্য করবেন না আজ।
3/12

মনের মধ্যে ভয় পুষে রাখবেন না। কাছের লোকজনের সঙ্গে মনোমালিন্য হতে পারে। কারও কথায় চালিত হবেন না। নইলে সম্পর্কে দূরত্ব বাড়তে পারে। সফ্টওয়্যার কর্মীদের উন্নতির সম্ভাবনা। ছোট ব্য়বসায় লোকসানের সম্ভাবনা। অযথা রাগ করবেন না।
4/12

মন চঞ্চল হতে পারে। তাই কাজে মন দেওয়া জরুরি। অন্য়ের কথায় চালিত না হয়ে, নিজে বুদ্ধি খাটিয়ে কাজ করুন। মাথার যন্ত্রণা, রক্তচাপ ভোগাতে পারে। বাড়িতে কোনও অনুষ্ঠান থাকলে, কয়েক দিন পিছিয়ে দিন।
5/12

পুজোপাঠ করে দিনের সূচনা হোক। বয়স্কদের আশীর্বাদ থাকুক সঙ্গে। মধ্যাহ্নে সুখবর আসতে পারে। আটকে থাকা কাজ মিটতে পারে আজ। নতুন ব্য়বসা শুরু করতে চাইলে ভেবেচিন্তে এগোন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন।
6/12

নিজের দায়িত্ব পালন করুন। সব দিক সামলে চললে সমাজে সম্মান, প্রতিপত্তি বাড়বে। কাউকে অযথা চটাবেন না। এতে হিতে বিপরীত হতে পারে। নিজের লক্ষ্য়ে অবিচল থাকুন। নগদ ব্য়বসায়ীরা বুঝেশুনে লেনদেন করুন। হালফিলে চোখের অপারেশন হয়ে থাকলে সতর্ক থাকুন।
7/12

আজ লাভ, খরচ, যাত্রা, ব্যাঙ্ক ব্যালেন্স, সবের উপর নজর রাখুন। সফ্টওয়্যার কর্মীদের আরও দ্রুত হাতে কাজ সারতে হবে। কোনও প্রজেক্ট ফেলে রাখা চলবে না। ট্রান্সপোর্ট এবং কসমেটিক্স ব্য়বসায লাভের সম্ভাবনা। বাইরের খাবার খাওয়া বন্ধ রাখুন। বাড়িঘর, বিশেষ করে বাড়ির শৌচাগার পরিষ্কার রাখুন।
8/12

আজ কোনও কাজ সঠিক হচ্ছে না বলে মনে হতে পারে। কিন্তু তাতে হতাশ হবেন না। কারণ চেষ্টা জারি রাখলে তবেই মিলবে সাফল্য। চাকুরিজীবীদের আরও পরিশ্রমী হতে হবে। বসের সঙ্গে সুসম্পর্ক রাখলে লাভবান হবেন। ব্যবসায়ীরা আইন মেনে চলুন।
9/12

ভাগ্যের চেয়ে আজ কর্ম আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। সব সমস্যা নিজের হাতে মেটানোর চেষ্টা করুন। অফিসের কাজে মন না বসলে, সব কিছু বিগড়ে যেতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত লোকজন সতর্ক থাকুন। কথাবার্তায় সংযমী হওয়া প্রয়োজন। দৈনিক রুটিন পাল্টান, অত্যধিক খাওয়া-দাওয়া এবং আলস্য শরীরে প্রভাব ফেলবে। আজ কোথাও যাওয়ার প্ল্যান থাকলে, বাতি করুন। গ্রহের অবস্থান বলছে, দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা রয়েছে।
10/12

মনে নেতিবাচক চিন্তাকে জায়গা দেবেন না। নিজের কাজে সন্তুষ্ট হতে শিখুন। কাজ জমিয়ে রাখবেন না। বিপদে পড়তে পারেন। গ্রাহক টানতে নতুন চিন্তাভাবনা প্রয়োজন ব্য়বসায়ীদের। শুভ বুদ্ধির দৌলতে লাভবান হবেন। পিঠের ব্যথা ভোগাতে পারে। বেশি ঝুঁকে কাজ করবেন না।
11/12

আজ আরও অলস বোধ করবেন। তাই আরও কর্মঠ হওয়া প্রয়োজন। আর্থিক লাভর জন্য সময় অতি উত্তম। বড় সংস্থায় কর্মরত যাঁরা, তাঁদের কাজের চাপ আরও বাড়বে। শেয়ার বাজারে বিনিয়োগ থাকলে সতর্ক হোন।
12/12

পঞ্চামৃতে শিবলিঙ্গের অভিষেক করুন। কাজের জায়গায় চাপ থাকবে। তবে ভবিষ্যতের জন্য তা লাভদায়ক হবে। তাই দায়িত্ব থেকে পিছু না হটাই শ্রেয়। সরকারি চাকুরিজীবীদের কাজ জমিয়ে রাখা উচিত নয়। সমীক্ষা হতে পারে। ছোট ব্য়বসায়ীদের মন্দার মুখোমুখি পড়তে হতে পারে। জমি-বাড়ির মামলায় ভাল খবর পেতে পারেন।
Published at : 17 Jul 2022 07:18 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
