এক্সপ্লোর
Horoscope Today 21 February : মিথুন রাশি? অর্থযোগ কিন্তু ভালই ! আপনার ভাগ্য কোন দিকে গড়াতে পারে?

আপনার ভাগ্য কোন দিকে গড়াতে পারে?
1/12

আজ মনে যে পজিটিভ এনার্জি আছে, তা পুরোপুরি কাজে লাগান। সামরিক বিভাগে কাজের সুযোগ আসতে পারে। মিলতে পারে প্রমোশনের চিঠি। কাপড়ের ব্যবসায়ীরা নতুন ফ্যাশনেবল কালেকশন আজ লঞ্চ করতে পারেন।
2/12

মাথা কাটিয়ে কাজ করুন। সতর্ক থাকতে হবে। অন্তরের ডাকে সাড়া দিন। চাকরির চেষ্টা করেও পাচ্ছেন না? হতাশ হবেন না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখলে উপকার পেতে পারেন।
3/12

মন যে কাজ করলে ভাল থাকে, ঠিক সেটাই করুন। হঠাৎ করে অর্থলাভের সম্ভাবনা রয়েছে। রেস্টুরেন্টের ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। ক্রেতার আনাগোনা বাড়তে পারে বেশ।
4/12

কর্কট রাশি? আজ কাজে একদম তাড়াহুড়ো নয়। ভুল হয়ে যেতে পারে। হোলসেল ব্যবসায় টাকা না খাটানোই ভাল। বাড়ি সাজানোর জন্য দিনটি ভাল, তার জন্য কেনাকাটা করতে পারেন।
5/12

অফিসে কি আপনার প্রতি সহকর্মীদের ব্যবহারে কোনও পরিবরেতন লক্ষ করছেন? হতাশ হবেন না এসব নিয়ে। বরং কাজে মন দিন। নতুন ব্যবসা শুরু করতে টাকা পেতে অসুবিধে হলেও চিন্তা করবেন না, পথ একটা খুলে যাবেই।
6/12

মন-মেজাজে হঠাৎ-হঠাৎ পরিবর্তন আসতে পারে। তবে যেটা আপনার কাজ সেই দিকেই মন দিন। কলাক্ষেত্রে নিজের প্রতিভাকে কাজে লাগান। ব্যবসায় ভাল লাভ পেতে পারেন। অনেক নতুন সুযোগ আসতে পারে।
7/12

ভুল বোঝাবুঝি মিটতে পারে। কর্মক্ষেত্রে তদন্ত করে আপনার সম্পর্কে ভুল ধারণা দূর হতে পারে। নতুন কাজে হাত দিলে অংশীদারকে ভাল করে বিষয়টি বোঝান। সাফল্য আসতে পারে।
8/12

নিজেকে প্রমাণ করার বহু সুযোগ আসবে। কাজে লাগান। খুব ভেবেচিন্তে তবেই ব্যবসায় হাত দিন। ভুল করবেন না। শিক্ষায় আশানুরূপ সাফল্য় নাও আসতে পারে।
9/12

নতুন কাজের ভার আসতে পারে। দুপুরের মধ্যে ঝটপট হাতের কাজ শেষ করুন। ব্যবসায় পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। বিশ্বাসভঙ্গ ঘটতে পারে।
10/12

বিজনেজ পার্টনারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করুন। সাফল্য আসতে পারে। কাজের সূত্রে বাইরে যাওয়ার যোগ আছে। ভাল লাভের সুযোগ।
11/12

সর্দি-গর্মি-জ্বর থেকে সাবধান। বহুজাতিক সংস্থার কর্মীদের পদোন্নতি যোগ আছে। ভবিষ্যতে সাফল্য়ের জন্য আজ মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
12/12

কোনও কিছু নিয়ে বিবাদ চলছে? আজ কাটতে পারে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের উন্নতির সম্ভাবনা। কাজ জমিয়ে রাখবেন না। অফিসের কাজ শেষ করতে হবে জলদি। ব্যবসায়ীদের জন্যও দিনটি ভাল হওয়ারই সম্ভাবনা ।
Published at : 21 Feb 2022 07:12 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
অফবিট
আইপিএল
জেলার
Advertisement
ট্রেন্ডিং
