এক্সপ্লোর
Horoscope Today 28 December : কন্যা রাশির অহংবোধ ত্যাগ করা উচিত, ইতিবাচক মনোভাব নিয়ে চলুন তুলা রাশির জাতকরা
rashi_main
1/12

এই দিনে নতুন কিছু লেখাপড়ায় মন দিতে পারেন। অন্যদিকে অফিসের পরিবেশকে রাখতে হবে আনন্দঘন ও চাপমুক্ত, যাতে সবাই কাজে স্বচ্ছন্দ্ বোধ করে এবং ভুলের সুযোগ না থাকে। যারা ব্যবসা করছেন তাদের দিনের শেষে ব্যবসায়িক বিষয়ে সতর্ক থাকতে হবে । আজ আর্থিক ক্ষতি হতে পারে।
2/12

দিনের শুরুতে হতাশা দেখা দিলেও দিন শেষে পরিস্থিতি স্বাভাবিক হবে। ব্যবসায়ীরা যদি বেশি বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন তবে বর্তমান সময়ে তা এড়িয়ে চলা উচিত। গ্রহের অবস্থান অর্থনৈতিক ক্ষতির ডেকে আনতে পারে।
Published at : 28 Dec 2021 06:48 AM (IST)
আরও দেখুন






















