এক্সপ্লোর
Janmashtami 2024: আর্থিক লাভ, প্রেমে দারুণ সময়; শ্রীকৃষ্ণের কৃপায় জন্মাষ্টমীতে ফুলেফেঁপে উঠতে চলেছে এই ৩ রাশির ভাগ্য
এবার জন্মাষ্টমী অত্যন্ত শুভ ও বিরল কাকতালীয়ভাবে পালিত হবে।
জন্মাষ্টমী ২০২৪
1/10

জন্মাষ্টমীর উৎসব ২৬ আগস্ট পালিত হবে। শাস্ত্রে বলা আছে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন মধ্যরাতে রোহিণী নক্ষত্র থাকে, তখন কৃষ্ণের জন্মদিন পালন করা হয়।
2/10

এবার জন্মাষ্টমী অত্যন্ত শুভ ও বিরল কাকতালীয়ভাবে পালিত হবে।
3/10

জন্মাষ্টমীতে অনেক রাজযোগ তৈরি হচ্ছে, যার ফলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে অনেক রাশির ঘুমন্ত ভাগ্য জেগে উঠতে চলেছে। ব্যবসা, চাকরি ও সম্পদ বাড়বে।
4/10

২৬ আগস্ট জন্মাষ্টমীতে সর্বার্থ সিদ্ধি যোগ, গজকেশরী যোগ, শশ রাজযোগ গঠিত হবে। এছাড়াও, কর্কট রাশিতে বুধ উঠবে।
5/10

গজকেশরী যোগ - চন্দ্র এবং বৃহস্পতি একত্রিত হলে গজকেশরী যোগ গঠিত হয়। জন্মাষ্টমীতে বৃহস্পতি-চন্দ্র বৃষ রাশিতে থাকবে। এই যোগের প্রভাব ব্যক্তিকে গজের মতো প্রভাবশালী করে তোলে। আপনি আর্থিক সুবিধা পাবেন, ভাগ্য আপনাকে সাহায্য করবে, প্রতিটি কাজ সফল হবে।
6/10

শশ রাজযোগ - শশ রাজযোগ পঞ্চমহাপুরুষদের মধ্যে অন্যতম। জন্মাষ্টমীতে, শনি তার মূল ত্রিভূজ রাশি কুম্ভতে থাকবে। যে কারণে এই যোগ তৈরি হবে।
7/10

সর্বার্থ সিদ্ধি যোগ - জন্মাষ্টমীতে, সর্বার্থ সিদ্ধি যোগ হবে দুপুর ৩টে ৫৫ মিনিট থেকে পরের দিন সকাল ৬টা ৮ মিনিট পর্যন্ত।
8/10

বৃষ রাশি - বৃষ রাশির জাতক জাতিকারা জন্মাষ্টমীতে বিরল কাকতালীয় ঘটনা থেকে বেশি উপকৃত হবেন। চাকরি-ব্যবসার অবস্থা আগের থেকে অনেক ভাল হবে। চ্যালেঞ্জ কম হবে। পুরনো সম্পত্তি থেকে আর্থিক লাভ ও অর্থনৈতিক উন্নতি হবে। প্রেমের সম্পর্কের মাধুর্য বাড়বে।
9/10

কুম্ভ রাশি - জন্মাষ্টমীর উৎসব কুম্ভ রাশির জাতকদের জন্য সৌভাগ্যের হবে। শিশুরা এই সময়ে বড় কিছু অর্জন করতে পারে। অর্থ সমস্যার অবসান হবে এবং আয়ের উৎস বাড়বে। পুরনো বিনিয়োগ থেকে সুফল পাবেন।
10/10

সিংহ রাশি - জন্মাষ্টমী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সুখের উপহার নিয়ে আসছে। ব্যবসায় সম্প্রসারণ। সম্পদ বৃদ্ধির কারণে আর্থিক বৃদ্ধি হবে। কর্মজীবনে শুভ ফল পাবেন। রোজগার ভাল হবে। আপনি স্বাস্থ্য সুবিধাও পাবেন।
Published at : 23 Aug 2024 08:07 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















