এক্সপ্লোর
House Vastu: বাস্তু মেনে বাড়ির বারান্দা ও প্রবেশদ্বার সাজান, রইল একগুচ্ছ টিপস
House Main Entrance Vastu: বাড়ির বাস্তুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। কারণ বারান্দা বা প্রবেশদ্বার পরিবারের ভাল থাকা খারাপ থাকার উপর অনেকাংশই নির্ভর করে, কী কী করলে শুভ হবে ?
বাস্তু মেনে বাড়ির বারান্দা ও প্রবেশদ্বার সাজান, রইল একগুচ্ছ টিপস
1/10

বাড়ির বাস্তুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। কারণ বারান্দা বা প্রবেশদ্বার পরিবারের ভাল থাকা খারাপ থাকার উপর অনেকাংশই নির্ভর করে।
2/10

বাড়ির প্রবেশদ্বার বা বারান্দা পূর্ব দিকে থাকলে ভাল হয়। কারণ এই দিকে দিনের শুরু হয়। তাই সূর্যের আলো প্রবেশ করলে পরিবারের কল্যাণ হয়।
Published at : 01 Dec 2022 12:20 PM (IST)
আরও দেখুন






















