এক্সপ্লোর
New Year Astro Tips: নতুন বছরে কেরিয়ারে উন্নতি যোগ এই রাশিতে, খুলে যাবে আয়ের নয়া পথ
এই গ্রহ গোচরের কারণে ২০২৫ সালের জানুয়ারি মাসে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে
নতুন বছরের প্রথম মাসের শুরুতেই রাশি পাল্টাবে গ্রহের যুবরাজ বুধ।
1/9

১৪ জানুয়ারি রাশি পরিবর্তন করবে সূর্য। ২১ জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে ভ্রমণ শুরু করবে। অন্য দিকে ২৪ জানুয়ারি বুধ পুনরায় রাশি পরিবর্তন করে মকরে প্রবেশ করবে। অর্থাৎ জানুয়ারি মাসে বুধের জোড়া গোচর হবে। এদিকে ২৭ জানুয়ারি মীন রাশিতে আসবে শুক্র।
2/9

২০২৫ সালের প্রথম মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে। যা মানবজীবনকে প্রভাবিত করবে সবদিক থেকে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী নতুন বছরের প্রথম মাসের শুরুতেই রাশি পাল্টাবে গ্রহের যুবরাজ বুধ। ৪ জানুয়ারি শত্রু বৃহস্পতির রাশি ধনুতে প্রবেশ করার পরও কিছু রাশির জাতকদের শুভ ফলাফল প্রদান করবে।
Published at : 28 Dec 2024 07:20 AM (IST)
আরও দেখুন






















