এক্সপ্লোর
New Year Astro Tips: নতুন বছরে কেরিয়ারে উন্নতি যোগ এই রাশিতে, খুলে যাবে আয়ের নয়া পথ
এই গ্রহ গোচরের কারণে ২০২৫ সালের জানুয়ারি মাসে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে

নতুন বছরের প্রথম মাসের শুরুতেই রাশি পাল্টাবে গ্রহের যুবরাজ বুধ।
1/9

১৪ জানুয়ারি রাশি পরিবর্তন করবে সূর্য। ২১ জানুয়ারি মঙ্গল মিথুন রাশিতে ভ্রমণ শুরু করবে। অন্য দিকে ২৪ জানুয়ারি বুধ পুনরায় রাশি পরিবর্তন করে মকরে প্রবেশ করবে। অর্থাৎ জানুয়ারি মাসে বুধের জোড়া গোচর হবে। এদিকে ২৭ জানুয়ারি মীন রাশিতে আসবে শুক্র।
2/9

২০২৫ সালের প্রথম মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করবে। যা মানবজীবনকে প্রভাবিত করবে সবদিক থেকে। বৈদিক পঞ্জিকা অনুযায়ী নতুন বছরের প্রথম মাসের শুরুতেই রাশি পাল্টাবে গ্রহের যুবরাজ বুধ। ৪ জানুয়ারি শত্রু বৃহস্পতির রাশি ধনুতে প্রবেশ করার পরও কিছু রাশির জাতকদের শুভ ফলাফল প্রদান করবে।
3/9

এই গ্রহ গোচরের কারণে ২০২৫ সালের জানুয়ারি মাসে একাধিক শুভ যোগ তৈরি হচ্ছে। শনি নিজের মূল ত্রিকোণ রাশি কুম্ভে উপস্থিত থেকে শশ রাজযোগ তৈরি করবে। আবার মকরে সূর্য ও বুধের যুতির দ্বারা বুধাদিত্য যোগ তৈরি হবে।
4/9

এ ছাড়াও মকর রাশিতে প্রবেশ করবে চন্দ্র, যার ফলে ত্রিগ্রহী যোগ গঠিত হবে। এ ছাড়াও রাহু ও মঙ্গল মিলে নবপঞ্চম যোগের নির্মাণ করছে ২০২৫ সালে। এই গ্রহ ও যোগের কারণে পাঁচ রাশির জাতকদের দারুণ লাভ হবে। ২০২৫ সালে প্রথম মাস কোন কোন রাশির জন্য় ভাগ্যবান, কারা লাভবান হবেন, তা এখানে বিস্তারিত জানানো হল।
5/9

মেষ রাশির জাতকদের নতুন বছরের প্রথম মাসটি খুব ভালো কাটবে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। পরিবার সদস্যদের মধ্যে চলতে থাকা সমস্যা এবার সমাপ্ত হবে। আবার এই রাশির জাতকরা দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকাও এই মাসে ফিরে পেতে পারেন। পাশাপাশি সমস্ত ক্ষেত্রে সাফল্যের যোগ বর্তমান। জ্যোতিষ গণনা অনুযায়ী চাকরিজীবী জাতকদের জন্য ২০২৫ সালের জানুয়ারি মাস বিশেষ।
6/9

জানুয়ারি মাসের গ্রহগতির ফেরে সিংহ জাতকরা শুভ ফল লাভ করবেন। এই রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি উন্ন হবে। কোনও কাজে সাফল্য লাভের চেষ্টা করতে পারেন সিংহ রাশির জাতকরা। পরিশ্রম করলে কাজও পূর্ণ হবে। আবার এই মাসে প্রয়োজনীয় সমস্ত কিছু অর্জন করতে পারবেন। আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। পাশাপাশি চাকরি ও ব্যবসায় উন্নতির যোগও থাকছে।
7/9

জ্যোতিষ গণনা অনুযায়ী কন্যা রাশির জাতকরা জানুয়ারি মাসে দেব-আশীর্বাদ লাভ করবেন। কোনও সুসংবাদ পেতে পারেন। প্রত্যাশিত হারে আয় বৃদ্ধি হবে এ মাসে। শেয়ার মার্কেটে লগ্নি করলে মুনাফা অর্জন সম্ভব। অন্য দিকে ব্যবসায়ীদের জন্য এই মাসটি লাভজনক। কারণ ব্যবসায়ে মুনাফা হতে পারে।
8/9

তুলা রাশির জাতকদের জানুয়ারি মাসটি বিশেষ। এই মাসে তুলা জাতকদের সুখ-সুবধা বৃদ্ধি পাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হবে। চাকরিজীবী জাতকরা নিজের কাজের জন্য প্রশংসা লাভ করবেন। বরিষ্ঠ ও উচ্চাধিকারিকরাও আপনার কাজের প্রশংসা করবেন। এই মাসে একাধিক বড়সড় দায়িত্ব পেতে পারেন তুলা রাশির জাতকরা।
9/9

কুম্ভ রাশির জাতকদের জন্য জানুয়ারি ২০২৫ কোনও আশীর্বাদের চেয়ে কম নয়। এই রাশির লগ্ন স্থানে শনি বিরাজ করবে। কুম্ভ জাতকদের জীবনের দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটবে। স্বাস্থ্য ভালো থাকবে এই জাতকদের। আবার দীর্ঘদিন ধরে ব্যবসায় কোনও সমস্যা চললে তার সমাধানও খুঁজে পাবেন এই রাশির জাতকরা। কোনও বড় অর্ডার পেতে পারেন।
Published at : 28 Dec 2024 07:20 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
অটো
খুঁটিনাটি
Advertisement
ট্রেন্ডিং
