এক্সপ্লোর
Zodiac Signs: বিচ্ছেদ, ব্যর্থতা, প্রিয়জন বিয়োগ, ভাঙা মন জোড়া লাগাতে জুড়ি নেই এঁদের
Astrological Predictions: বিপদে পাশেই পাওয়া যায় না কাউকে। মন ভাঙার খবর আর কে রাখে! ব্যাতিক্রমী শুধু কিছু মানুষ।
ছবি: পিক্সাবে।
1/10

আঘাত করার লোকের অভাব পড়ে না জীবনে। কিন্তু দুঃসময়ে পাশা থাকার লোক পাওয়া যায় না। কঠিন সময়ে নিজেকেই গুছিয়ে নিতে হয় নিজের মতো করে। কিন্তু এ ক্ষেত্রে কিছু মানুষ ব্যাতিক্রমী হন।
2/10

সম্পর্কে ইতি পড়ুক অথবা পর পর ব্যর্থতা, নিজের উপর থেকে বিশ্বাস উঠে যাওয়া বা ভেঙে চুরমার হয়ে যাওয়া মন, তাপ্পি লাগাতে জুড়ি নেই কিছু মানুষের। যে কোনও পরিস্থিতিতে তাঁদের সঙ্গে সময় কাটালেই মন ভাল হয়ে যায়।
Published at : 09 May 2023 08:36 AM (IST)
আরও দেখুন






















