এক্সপ্লোর
Zodiac Signs: ভিড়ের মধ্যেও একাকীত্ব গ্রাস করে, কিছু রাশির মধ্যে এই প্রবণতা বেশি
Astrology: একাকীত্ব, অবসাদ গ্রাস করতেই পারে। কিন্তু কিছু রাশির জাতক একটু বেশিই একা বোধ করেন।
ছবি: পিক্সাবে।
1/10

জীবনে চলতে গেলে কাউকে না কাউকে প্রয়োজন পড়ে আমাদের। তাঁর সঙ্গে সুখ-দুঃখ ভাগ করে নিই আমরা। আবার দুঃসময়ে পরম আশ্রয়ও হয়ে ওঠেন তাঁরা।
2/10

এমন না ঘটলে একাকীত্ব গ্রাস করে আমাদের। একই সঙ্গে অবসাদেও ভুগতে শুরু করি। কিছু রাশির জাতকের মধ্যে একাকীত্ব অনুভব করার প্রবণতা একটু বেশিই। নতুন শহর হোক বা নতুন কাজের জায়গা, অথবা জীবনের গুরুত্বপূর্ণ সময়ে একা বোধ করেন এঁরা।
Published at : 15 Oct 2023 10:57 PM (IST)
আরও দেখুন






















