এক্সপ্লোর
Shani Dev : শনির সাড়ে সাতি চলছে, ২৪ ডিসেম্বর, এই বিশেষ দিনেই এভাবে তুষ্ট করুন শনিকে
Pradosh Vrat : ২৪ ডিসেম্বর একটি বিশেষ দিন। এদিন প্রদোষ উপবাস পালন করা হবে। এটাই হবে বছরের শেষ প্রদোষ উপবাস।

রবিবার এভাবে তুষ্ট করুন শনিকে
1/8

জীবনে শনিদেবের কৃপা বিশেষ গুরুত্ব, শনি অশুভ হলে শনি প্রদোষ ব্রতে উপবাস ও পুজো করলে উপকার হয়, জেনে নিন ডিসেম্বরে প্রদোষ কখন।
2/8

২৪ ডিসেম্বর একটি বিশেষ দিন। এদিন প্রদোষ উপবাস পালন করা হবে। এটাই হবে বছরের শেষ প্রদোষ উপবাস।
3/8

এই দিনে শিব স্তূতি পাঠ করলে শনিদেবের রাহু ও কেতুর ক্রোধ ও কুপ্রভাব থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও, ব্যক্তি জীবনে সমৃদ্ধি আসে।
4/8

২৪ শে ডিসেম্বরের প্রদোষ ব্রত, এই বছরের শেষ প্রদোষ ব্রত।এই প্রদোষ ব্রতটি এবার রবিবার পড়েছে। তাই এই ব্রতকে রবি প্রদোষ ব্রত বলা যায়।
5/8

যাঁরা শনির সাড়েসাতি ও শনির ধাইয়ার প্রভাবে আছেন, তারা যদি রবি প্রদোষ উপবাস রাখেন ও ভগবান শিব শঙ্করের পুজো করেন, তাহলে শনির প্রকোপ থেকে মুক্তি পাবেন।
6/8

শনির দুই অবস্থানকে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। সাড়ে সাতি ও ধাইয়া। এই দুই অবস্থানকে শনির অন্যতম বেদনাদায়ক অবস্থা বলে মনে করা হয়। বর্তমানে শনির এই অবস্থানটি ৫টি রাশিতে রয়েছে।
7/8

শনিদেব তাঁর তপস্যার দ্বারা শিবকে বর দিতে বাধ্য করেছিলেন।শিব বর দিয়েছিলেন, শুধু মানুষ নয়, দেবতা ও অসুররাও আপনাকে ভয় পাবেন। এই কারণেই শনির দৃষ্টি থেকে কেউ রেহাই পায় না।
8/8

শনিবার শনিকথা শুনলে এবং পাঠ করলে শনিদেব প্রসন্ন হন এবং তাঁর মনোবাঞ্ছা পূরণ করেন।
Published at : 20 Dec 2023 07:58 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জ্যোতিষ
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
