এক্সপ্লোর
Maserati GranTurismo: ঘন্টায় ৩৫০ কিমি গতি, ৮টি গিয়ার- ভারতে লঞ্চ হল এই সুপারকার
Maserati GranTurismo Supercar: গাড়ি নির্মাতারা এই মাসেরাত্তির নতুন সুপারকার গ্র্যান্ড টুরিজমোর এক্স শোরুম দাম রেখেছেন ২.৭ কোটি টাকা। ডিজাইন ও ফিচার্স মিলিয়ে একটা ক্লাসি অভিজাত অনুভূতি হবে আপনার।
এই সুপারকারের আশ্চর্য গতি
1/9

মাসেরাত্তির নতুন সুপারকার ভারতের বাজারে লঞ্চ হল সম্প্রতি। এটি একটি স্লিক কুপের মত গাড়ি। আকর্ষণীয় লুক যাতে ইলেকট্রিক ও টার্বো পেট্রোল পাওয়ারট্রেন থাকবে।
2/9

গাড়ি নির্মাতারা এই মাসেরাত্তির নতুন সুপারকার গ্র্যান্ড টুরিজমোর এক্স শোরুম দাম রেখেছেন ২.৭ কোটি টাকা। ডিজাইন ও ফিচার্স মিলিয়ে একটা ক্লাসি অভিজাত অনুভূতি হবে আপনার।
3/9

মাসেরাত্তির এই নতুন গাড়ি আদপে একটি লাক্সারি জিটি মডেলের গাড়ি। নতুন জেনারেশনের মডেল এবং কুপ মডেলে এই গাড়িটি এসেছে বাজারে।
4/9

ইলেকট্রিক ও টার্বো পেট্রোল পাওয়ারট্রেন উভয়ের সুবিধেই রয়েছে এই গাড়িতে। এই গাড়িতে দেওয়া হয়েছে একটি লম্বা বনেট।
5/9

মাসেরাত্তি গ্র্যান্ড টুরিজমোর মডেলে কিছু আলাদা ধরনের চাকা দেখা যাবে। ২০২৫ সালের শুরুর দিক থেকে বিক্রি শুরু হবে এই সুপারকারের।
6/9

গাড়ির ইন্টিরিয়র অনেকটাই আধুনিক লুকের। একটা বড় টাচস্ক্রিন রয়েছে গাড়িতে। ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ক্লকের সুবিধে পাবেন আপনি।
7/9

ভি৮-এর বদলে এই গাড়িতে ভি৬ ইঞ্জিন ইনস্টল করা রয়েছে। এই গাড়ির বৈদ্যুতিন ভার্সনে ৭৫০ বিএইচপি শক্তি দেখা যায়।
8/9

এতে থাকছে ৮ স্পিডের ট্রান্সমিশন, যার কারণে এই সুপারকারে সর্বোচ্চ গতি ওঠে ৩৫০ কিমি প্রতি ঘণ্টায়।
9/9

গাড়ির পিছনে মাত্র দুজন বসার জন্য সিট বানানো হয়েছে, তবে বুট স্পেস এবং অন্যান্য জায়গাও বেশ ভাল রয়েছে।
Published at : 12 Sep 2024 06:30 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























