এক্সপ্লোর
Aadhaar Card: আপনার আধার কার্ড থেকেও হতে পারে প্রতারণা ! আগেই করুন এই কাজ
Aadhaar Card Update: আধার কার্ড আর কেবল ভোটের পরিচয়পত্র নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। দৈনন্দিন জীবনের সব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় এই আধার কার্ড (Aadhaar Card)।

Aadhaar Card
1/10

আধার কার্ড আর কেবল ভোটের পরিচয়পত্র নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নথি। দৈনন্দিন জীবনের সব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় এই আধার কার্ড (Aadhaar Card)।
2/10

এর মাধ্যমে আপনি সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া থেকে সম্পত্তি কেনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, আইটিআর ফাইল করা ইত্যাদি সব প্রয়োজনীয় কাজ করতে পারেন। তাই এই কার্ডের দিকেই নজর পড়েছে প্রতারকদের।
3/10

আপনার আধার কার্ড ব্যবহার করেই চলছে জালিয়াতিচক্র। জেনে নিন, কীভাবে যাচাই করবেন আপনার আধার কার্ডের সুরক্ষা।
4/10

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দিয়ে থাকে এই আধার কার্ড। বর্তমানে এই কার্ডের মাধ্যমে ক্রমবর্ধমান সুবিধার পাশাপাশি জালিয়াতির ঘটনাও দ্রুত বৃদ্ধি পেয়েছে।
5/10

অনেক সময় বিশ্বাস করে আধার কার্ডের বিশদ বিবরণ অজানা ব্যক্তির সঙ্গে শেয়ার করে ফেলেন কার্ডহোল্ডার। সেই থেকেই শুরু হয়ে যায় জালিয়াতির ঘটনা।
6/10

এই পরিস্থিতিতে, সময়ে সময়ে আধার কার্ডের ইতিহাস বা হিস্ট্রি পরীক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আপনি আধার কার্ড কোথায়-কোথায় ব্যবহার করা হয়েছে তা জানতে পারবেন। জেনে নিন, কীভাবে দেখতে পারবেন আধার কার্ডের হিস্ট্রি।
7/10

১ UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইটে ক্লিক করুন https://uidai.gov.in/ ।
8/10

২ এখানে My Aadhaar অপশনে ক্লিক করে আধার পরিষেবার বিকল্পটি নির্বাচন করুন। ৩ এবার Aadhaar Authentication History নির্বাচন করুন।
9/10

৪ এর পরে আপনার কাছে আধার নম্বর চাওয়া হবে, যেখানে ১২ নম্বরের আধার নম্বর লিখুন। ৫ এরপর ক্যাপচা কোড লিখুন। ৬ এবার ওটিপি এলে তা এন্টার করুন।
10/10

৭ এই পর্বে কোন নির্দিষ্ট সময়ের জন্য আপনি আধার কার্ডের হিস্ট্রি যাচাই করতে চান তা বেছে নিন। ৮ এবার আপনি একসঙ্গে মোট ৫০টি আধার লেনদেনের বিবরণ জানতে পারবেন। ৯ এখানে আপনি আধারের হিস্ট্রি দেখে আপনার আধার কার্ডের অপব্যবহার হয়েছে কি না তা বুঝতে পারবেন।
Published at : 23 Dec 2022 08:34 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
