এক্সপ্লোর
Aadhar ATM: এটিএমেও যেতে হবে না, ঘরে বসেই তুলতে পারবেন টাকা- কীভাবে ব্যবহার করবেন আধার এটিএম ?
IPPB Aadhar ATM Facility:

ছবি প্রতীকী। সৌজন্য- ফ্রিপিক
1/10

টাকা তোলার দরকার, অথচ হাতে সময় নেই এটিএমে যাওয়ার ? মুশকিল আসান করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। ছবি- ফ্রিপিক
2/10

এটিএম কার্ডের সাহায্যে এটিএম মেশিন থেকে টাকা তো তোলাই যায়, কিন্তু এবার ঘরে বসেই তুলতে পারবেন টাকা। ছবি- ফ্রিপিক
3/10

টাকা তোলার আবেদন জানালেই আপনার হাতে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে যাবে পোস্টম্যান। কোথাও যেতে হবে না। ছবি- ফ্রিপিক
4/10

AePS অর্থাৎ Aadhaar Enabled Payment System-এর মাধ্যমে ঘরে বসে টাকা তোলার এক অভিনব উপায় নিয়ে এল ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক। ছবি- ফ্রিপিক
5/10

এর জন্য গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক। আর এই AePS হল এমন একটা সিস্টেম যাতে কিছু কিছু ব্যাঙ্কিং লেনদেন করা যায়। ছবি- ফ্রিপিক
6/10

ব্যালান্স জানা, টাকা তোলা, মিনি স্টেটমেন্ট কিংবা ফান্ড ট্রান্সফার সবই করা যায় এই পদ্ধতিতে, শুধুমাত্র বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমেই এই কাজ করা যায়। ছবি- ফ্রিপিক
7/10

ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্ক জানিয়েছে যে, বাড়ি থেকে কোনও গ্রাহক টাকা তুলতে চাইলে, তাঁকে অতিরিক্ত কোনও ফি বা চার্জ দিতে হবে না। ছবি- গেটি
8/10

আপনাকে প্রথমেই চলে যেতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে গিয়ে বেছে নিতে হবে ডোরস্টেপ ব্যাঙ্কিং। ছবি- গেটি
9/10

আপনার মোবাইল নম্বর, নাম, ঠিকানা, পিনকোড ও ইমেইল দিয়ে নিকটস্থ পোস্ট অফিস এবং যে ব্যাঙ্ক থেকে টাকা তুলতে চাইছেন তাঁর তথ্য দিতে হবে। ছবি- গেটি
10/10

NPCI AePS-এর মাধ্যমে টাকা তোলার ক্ষেত্রে ১০,০০০ টাকার সীমা ধার্য করেছে। ছবি- গেটি
Published at : 16 Apr 2024 05:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
বিজ্ঞান
বিনোদনের
Advertisement
ট্রেন্ডিং
