এক্সপ্লোর
Online Passport Application: বাড়ি বসেই সহজে আবেদন? কীভাবে হাতে পাবেন পাসপোর্ট?
Indian Passport:অনলাইনেই পাসপোর্টের জন্য় আবেদন করা যায়। পোর্টালেই রেজিস্ট্রেশন করে তারপরে আবেদন করা যাবে?
নিজস্ব চিত্র
1/8

কীভাবে পাসপোর্ট নেবেন সেটা আগে ভেবে নিতে হবে। খুব দ্রুত পাসপোর্ট হাতে পেতে চাইলে তৎকাল প্রক্রিয়ার মাধ্যমে আবেদন করতে হবে। নয়তো সাধারণ পদ্ধতিতেই আবেদন করা যায়। তৎকাল পদ্ধতিতে খরচ কিছুটা বেশি পড়ে।
2/8

ভারতীয় পাসপোর্টের আবেদন করার জন্য আপনার কিছু নথির প্রয়োজন হবে। যেগুলো সাধারণত লাগে সেগুলি হল ঠিকানার প্রমাণ (যেমন ইলেকট্রিক বিল, ভাড়ার কোনও চুক্তি বা আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স), জন্ম তারিখের প্রমাণ (জন্ম শংসাপত্র, স্কুল পাশের শংসাপত্র, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড), সচিত্র পরিচয়ের প্রমাণ (আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স)। প্রয়োজনে আরও কিছু কিছু নথি চাইতে পারে সংশ্লিষ্ট দফতর। যেমন বিয়ের শংসাপত্র বা বিবাহবিচ্ছেদের ডিক্রি।
Published at : 28 Jun 2023 06:09 PM (IST)
আরও দেখুন





















