এক্সপ্লোর
Central Government: বছরে ৩৬,০০০ টাকা, ৬০-এ পা দিলেই এই স্কিমে পাবেন সুবিধা
Money
1/8

Jan Dhan Yojana : সবার জন্য অ্যাকাউন্ট, এই চিন্তাধারা থেকেই এসেছিল কেন্দ্রীয় সরকারের জন ধন যোজনা। যেখানে খাস আদমিদের পাশাপাশি আম আদমির জন্য অ্যাকাউন্টের সুবিধা দিয়েছে কেন্দ্রীয় সরকার (Central Government)। আপনিও যদি এই অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে সহজেই সরকারি প্রকল্পের (Government scheme) সুবিধা নিতে পারবেন সহজেই।
2/8

জন ধন অ্যাকাউন্টধারকরা পাবেন ৩০০০টাকা : আজ আমরা আপনাকে এমন একটি স্কিম সম্পর্কে বলব, যার অধীনে সরকার জন ধন অ্যাকাউন্টধারকদের প্রতি মাসে ৩০০০ টাকা দিয়ে থাকে। এই সরকারি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন যোজনা। এই প্রকল্পের অধীনে প্রাপ্ত অর্থ পেনশন আকারে দেওয়া হয়। জন ধন অ্যাকাউন্টধারকও এই স্কিমের সুবিধা পাবেন।
Published at : 20 Feb 2022 03:48 AM (IST)
আরও দেখুন






















