এক্সপ্লোর
ইনস্টাগ্রামে ডিরেক্ট মেসেজ করে প্রেম! এও কি সম্ভব? সুস্মিতা-রোমানের প্রেম যেন গল্প হলেও সত্যি
1/8

বয়স যে খাতায় কলমে একটা নম্বর মাত্র, তা বারবার প্রমাণ করেছেন বলিউড তারকারা। মিলিন্দ সোমন থেকে প্রিয়ঙ্কা চোপড়া সকলেই বিয়ে করেছেন বয়সে অনেক ছোট পার্টনারকে। বিশ্বসুন্দরী সুস্মিতা সেন বিয়ে না করলেই বয়সে অনেক ছোট প্রেমিক রোমান শলের সঙ্গে প্রেম করছেন চুটিয়ে। রোমান এখন তাঁর ছোট ছোট হাসি-কান্নার সঙ্গী। তাঁর দুই মেয়েরও কাছের মানুষ।
2/8

কিন্তু বয়সে ওত ছোট ছেলের সঙ্গে প্রেমটা দানা বাঁধলই বা কীভাবে। ৪৪ বছরের সুস্মিতা সেনের বয়ফ্রেন্ড রোমান শালের বয়স ২৯। এটা নাকি প্রথমে বোঝেনইনি সুস্মিতা। তাঁদের প্রেমের শুরুটা একদম গল্পের মতো হলেও সত্যি।
Published at :
আরও দেখুন






















