এক্সপ্লোর
2023 Hero Karizma: দেখে মনে হবে বিদেশি বাইক, হিরো আনল এই মডেল, দেখে নিন ছবি
2023 Hero Karizma XMR
1/10

দীর্ঘ অপেক্ষার পর নতুন 2023 Hero Karizma প্রকাশ্যে আনল Hero MotoCorp। নতুন Karizma XMR স্পোর্টস বাইকটির (Auto) দাম রাখা হয়েছে ১.৭৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে এটি বাইকের প্রাইমারি প্রাইস। পরে এর দাম ১০ হাজার টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে।
2/10

আপনি যদি আপনার বাড়িতে নতুন Karizma XMR আনতে চান তাহলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ৩০০০ টাকার টোকেন মানি দিয়ে বুক করতে পারেন। এই স্পোর্টস বাইকটি একটি সম্পূর্ণ-লোডেড ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যাতে তিনটি রঙের বিকল্প পাওয়া যায় - ফ্যান্টম ব্ল্যাক, আইকনিক ইয়েলো এবং ম্যাট রেড।
Published at : 04 Sep 2023 06:52 AM (IST)
আরও দেখুন






















