এক্সপ্লোর
2023 Hero Karizma: দেখে মনে হবে বিদেশি বাইক, হিরো আনল এই মডেল, দেখে নিন ছবি

2023 Hero Karizma XMR
1/10

দীর্ঘ অপেক্ষার পর নতুন 2023 Hero Karizma প্রকাশ্যে আনল Hero MotoCorp। নতুন Karizma XMR স্পোর্টস বাইকটির (Auto) দাম রাখা হয়েছে ১.৭৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। তবে এটি বাইকের প্রাইমারি প্রাইস। পরে এর দাম ১০ হাজার টাকা বাড়বে বলে আশা করা হচ্ছে।
2/10

আপনি যদি আপনার বাড়িতে নতুন Karizma XMR আনতে চান তাহলে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ৩০০০ টাকার টোকেন মানি দিয়ে বুক করতে পারেন। এই স্পোর্টস বাইকটি একটি সম্পূর্ণ-লোডেড ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যাতে তিনটি রঙের বিকল্প পাওয়া যায় - ফ্যান্টম ব্ল্যাক, আইকনিক ইয়েলো এবং ম্যাট রেড।
3/10

2023 Hero Karizma একটি লিকুইড-কুলড DOHC, 210cc সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন পাবে। যা 9,250rpm-এ 25.5bhp ও 7,250rpm-এ 20.4Nm টর্ক জেনারেট করতে সক্ষম হবে৷ এই ইঞ্জিনটি একটি নতুন 6-স্পিড গিয়ারবক্স পাচ্ছে।
4/10

হিরো এখনও বাইকের অফিসিয়াল মাইলেজের পরিসংখ্যান প্রকাশ করেনি। তবে এটি প্রায় 32 kmpl মাইলেজ দেবে বলে আশা করা হচ্ছে। 2023 Hero Karizma-এর সর্বোচ্চ গতি 140 kmph।
5/10

হিরো করিজ্মার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে এতে নতুন প্রজন্মের একটি সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল পাবেন ক্রেতা। সঙ্গে ব্লুটুথ সংযোগ, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, একটি স্লিপ অ্য়ান্ড অ্যাসিস্ট ক্লাচ, একটি অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড ছাড়াও রয়েছে হিরোর ইঞ্জিন স্টার্ট/স্টপ প্রযুক্তি। এ ছাড়াও XSense-এর মতো বৈশিষ্ট্যগুলিতে সাজানো হয়েছে এই বাইক।
6/10

Karizma XMR অতীতের Karizma থেকে ডিজাইনের আদল নিয়েছে। কিন্তু এখন এটি একটি স্পোর্টি এবং অ্যাডজাস্টেবল উইন্ডস্ক্রিন পায়। যা সেগমেন্টে প্রথম। Karizma XMR ডুয়াল-চ্যানেল ABS সহ একটি রেয়ার ডিস্ক সহ একটি স্প্লিট সিট সেট-আপ পাচ্ছে।
7/10

আমরা যদি প্রতিযোগিতার কথা বলি তাহলে Hero Karizma XMR 210 Suzuki Gixxer SF250 এবং Yamaha R15 V4 এর মত বাইকের সঙ্গে প্রতিযোগিতায় নামবে হিরোর এই স্পোর্টস বাইক।
8/10

তবে শুরু হিরো নয়, শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে বেশকিছু নতুন বাইক। যার মধ্য়ে সবার আগে নাম রয়েছে নতুন রয়্যাল এনফিল্ড বুলেটের। ১ সেপ্টেম্বর লঞ্চ হওয়ার কথা এই বাইকের। যা নিয়ে রয়্যাল এনফিল্ড ফ্যানদের মধ্যে আগ্রহের শেষ নেই।
9/10

আগে জেএমআর আনলেও সেভাবে চলেনি এই বাইক। তাই বাইক উৎসাহীদের মধ্যে এই মডেল ঘিরে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
10/10

হৃত্বিক রোশন হয়েছেন এই বাইকের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর বা বিপণন দূত। ফলে এই বাইক ঘিরে আলাদা উত্তেজনা তৈরি হয়েছে বাইক বাজারে।
Published at : 04 Sep 2023 06:52 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
ট্রেন্ডিং
