এক্সপ্লোর
Electric Bike: এই ইলেকট্রিক বাইকগুলি দেয় ১৮০ কিমি পর্যন্ত রেঞ্জ, দেখে নিন এর দাম ও স্পেকস
Cyborg_GT_120
1/7

Odysse EvoQis: এই বাইকটি একবার চার্জে 140 কিলোমিটার যেতে পারে। এরও কেবল একটি ভ্যারিয়েন্ট রয়েছে। 5টি রঙে কেনা যাবে এই বাইক। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় 80 কিলোমিটার পর্যন্ত। এই বাইক 6 ঘণ্টার মধ্যে পুরো চার্জ করা যায়। এর দাম 158163 টাকা এক্স-শোরুম।
2/7

Komaki Ranger: এই বাইকটি একবার চার্জে 180-220 কিলোমিটার যেতে পারে। এর একটি ভ্যারিয়েন্ট রয়েছে। 3টি রঙে কেনা যাবে বাইক। এর এক্স-শোরুম দাম 168000 টাকা। এই ক্রুজার বাইকে একটি 4kW ব্যাটারি প্যাক দেওয়া হয়েছে। রেঞ্জার চালানোর জন্য এতে 4000 ওয়াটের মোটর দেওয়া হয়েছে।
Published at : 30 Jan 2022 11:52 PM (IST)
আরও দেখুন






















