এক্সপ্লোর
Mercedes-Maybach S-Class: চোখধাঁধানো ফিচারে নজরকাড়া মার্সিডিজের নয়া মডেল
ফাইল ছবি।
1/9

ভারতের গাড়ি বাজারে মার্সিডিজ মেইবাখ এস ক্লাস (Mercedes-Maybach S-Class)। মার্সিডিজের এস ক্লাসের তুলনায় আরও কয়েকধাপ এগিয়ে বিলাসবহুল এই সেডান। দৈর্ঘ্যে S-class-এর থেকেও ১৮ সেন্টিমিটার বড়। চাকার আয়তন ১৯ ইঞ্চি।
2/9

ক্রোমড ফিন (chromed fin) এবং রেডিয়েটর গ্রিলে সেজেছে মার্সিডিজ মেইবাখ। গাড়ির দরজাও নজরকাড়া। ব্র্যান্ড লোগোর অবস্থানও নডর কাড়বে যে কারও।
Published at : 23 Mar 2022 06:32 PM (IST)
আরও দেখুন






















