এক্সপ্লোর
Term InSurance: টার্ম ইনস্যুরেন্স কেনার আগে মাথায় রাখুন এই বিষয়, না হলে সমস্যায় পড়বেন
Insurance Tips: এই বিষয় না জানলে টার্ম ইনস্যুরেন্স করে লাভ নেই।
1/10

গত কয়েক বছরে জীবন বিমা পলিসি কেনার বিষয়ে মানুষের মধ্যে অনেক সচেতনতা বেড়েছে। টার্ম ইনস্যুরেন্স বা মেয়াদি বিমা জীবন বিমা পলিসির একটি অংশ। যা মৃত্যুর পরে পলিসিধারকের পরিবারকে বড় বিমা কভারেজ দিতে সাহায্য করে।
2/10

আজকাল বাজারে এমন অনেক বিমা কোম্পানি রয়েছে, যারা মেয়াদি বিমা বা টার্ম ইনস্যুরেন্স পলিসি বিক্রি করে। কিন্তু, অনেক সময় বোঝা যায় না যে টার্ম ইন্স্যুরেন্স কেনার সময় কী কী বিষয় মাথায় রাখা উচিত।
Published at : 08 Apr 2022 11:32 PM (IST)
আরও দেখুন






















