এক্সপ্লোর
Royal Enfield EV: এবার ইলেকট্রিক রয়্যাল এনফিল্ড, এক চার্জে কতটা যাবে ?
Royal Enfield EV
1/9

পেট্রোলের দাম আকাশ ছোঁয়ায় এবার ভারতের বাজারেও বাড়ছে বৈদ্যুতিক বাইকের চাহিদা। যে কারণে দু-চাকা ও চার চাকার গাড়ি তৈরির দিকে ঝুঁকছে অটোমোবাইল সংস্থাগুলি। এই গতির সঙ্গে ইতিমধ্যেই নাম জুড়েছে Bajaj Auto, Hero Motorcorp, TVS-এর মতো কোম্পানিগুলি।
2/9

এবার এই তালিকায় নতুন সংযোজন হতে চলেছে Royal Enfield-এর ইলেকট্রিক বাইক। শোনা যাচ্ছে, কোম্পানি আগামী কিছু মাসের মধ্যে তার প্রথম ইলেকট্রিক বাইক ভারতে লঞ্চ করতে পারে।
Published at : 15 Apr 2023 03:36 PM (IST)
আরও দেখুন






















