এক্সপ্লোর
Stock Market: কোনো স্টকে SIP করছেন ? এই ৫ ভুলেই খোয়াতে পারেন টাকা
SIP Investment: স্টকে এসআইপি করার সময় কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে, মিউচুয়াল ফান্ডের থেকে স্টক এসআইপি অনেকটাই আলাদা। এক্ষেত্রে সংস্থার ফান্ডামেন্টাল, গ্রোথ ভাল করে রিসার্চ করে তবেই বিনিয়োগ করা উচিত।

এই ৫ ভুলে খোয়াতে পারেন টাকা
1/10

স্টক মার্কেটে অনেকে মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন, অনেকে আবার কোনো একটি বা দুটি স্টকে নিয়মিত এসআইপি করেন।
2/10

স্টকে এসআইপি করার সময় কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে, মিউচুয়াল ফান্ডের থেকে স্টক এসআইপি অনেকটাই আলাদা।
3/10

কোনো একটি স্টকে এসআইপি করলে ঝুঁকি বেশি থাকে এবং ডাইভার্সিফিকেশন ভাল হয় না। এক্ষেত্রে ব্রোকারেজ চার্জও অনেকটাই বেশি লাগে।
4/10

এক্ষেত্রে স্টক বেছে নেওয়ার ক্ষেত্রে সংস্থার ফান্ডামেন্টাল, গ্রোথ, লক্ষ্য ইত্যাদি ভাল করে রিসার্চ করে তবেই বিনিয়োগ করা উচিত।
5/10

একটি স্টকের বদলে বিভিন্ন সেক্টরের ও ক্যাটাগরির স্টকে বিনিয়োগ করা দরকার যাতে ঝুঁকির পরিমাণ বাড়ে।
6/10

শর্ট টার্ম বা স্বল্প মেয়াদের জন্য এসআইপি করা উচিত নয় স্টকের ক্ষেত্রে। মূলত দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা নিয়েই এই বিনিয়োগ করা উচিত।
7/10

মিউচুয়াল ফান্ডে যেমন ফান্ড ম্যানেজার রয়েছেন যিনি সমস্ত বিষয় পরিচালনা করেন, স্টকে এসআইপি করলে আপনাকে নিজেকেই সবসময় স্টকের গতিবিধি খেয়াল রাখতে হবে।
8/10

প্রতিবার স্টক কেনার সময় কিছু ট্রানসাকশান কস্ট লাগে, ব্রোকারেজ ফি লাগে এগুলি না হিসেব করে রাখলে মুনাফা তুলতে অসুবিধে হবে।
9/10

মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
10/10

ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
Published at : 12 Nov 2024 12:19 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
