এক্সপ্লোর
Bank Locker Rules: ব্যাঙ্কের লকারে গয়না রাখেন? ১ নভেম্বর থেকে বড় বদল নিয়মে, না জানলে পস্তাতে হতে পারে
এখন গ্রাহক একজন নয় , এখন চারজন নমিনি যোগ করতে পারবেন। এই পরিবর্তন , ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। এর উদ্দেশ্য, ক্লেম সেটেলমেন্ট সহজ করা।
ব্যাঙ্কের লকারে গয়না রাখেন? ১ নভেম্বর থেকে বড় বদল নিয়মে
1/6

সাধারণত ব্যাঙ্কের লকারে একজন নমিনির নাম থাকা আবশ্যক। এর ফলে যে কোনো জরুরি পরিস্থিতিতে, তিনি লকারের জিনিসপত্রের দাবি করতে পারেন। সহজ ও সঠিক উপায়ে সমস্যা নিষ্পত্তি করা যেতে পারে। সম্প্রতি, অর্থ মন্ত্রক ব্যাঙ্কিং(সংশোধন) আইন, ২০২৫ এর অধীনে নমিনি সংক্রান্ত নতুন নিয়মাবলী কার্যকর করার ঘোষণা করেছে।
2/6

এখন গ্রাহক একজন নয় , এখন চারজন নমিনি যোগ করতে পারবেন। এই পরিবর্তন , ১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে। এর উদ্দেশ্য হল ক্লেম সেটেলমেন্ট করা সহজ হবে। ব্যাংক লকার সংক্রান্ত বিবাদ কমানো সম্ভব হবে। আগে অনেক সময় নমিনির মৃত্যুর পর অ্যাকাউন্ট হোল্ডার নমিনি পরিবর্তন করতে ভুলে যেতেন। এই নতুন আইনে সেই সমস্যা হবে না।
3/6

আগের পরিস্থিতিতে, যদি অ্যাকাউন্ট হোল্ডার ও নমিনি উভয়েরই মৃত্যু হত, তাহলে পরিবারের লোকজনের ব্যাঙ্কে গচ্ছিত জিনিস পেতে সমস্যা হত। দীর্ঘ ডকুমেন্টেশন প্রক্রিয়া করতে হত। ফলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হত। কিন্তু এখন নতুন নিয়ম এমন পরিস্থিতি থেকে মুক্তি দেবে।
4/6

চারজন নমিনি কীভাবে কাজ করবেন, তাও পরিষ্কার করা হয়েছে। গ্রাহক একসঙ্গে বা সিরিয়াল অনুযায়ী চারজনকে নমিনি বানাতে পারেন। তিনিই ঠিক করতে পারবেন যে কোন নমিনির পরে কোন সক্রিয় হবে। দাবির করার সময় ব্যাঙ্ক সেই নমিনিকেই স্বীকৃতি দেবে যিনি সেই মুহূর্তে সক্রিয় থাকবেন।
5/6

লকার ও সেফ কাস্টডি-র ক্ষেত্রেও একই ব্যবস্থা কার্যকর হবে, তবে বিশেষ শর্তের সঙ্গে। লকারের জন্য ব্যাংক কেবল সিরিয়াল ওয়াইজ মনোনয়নের অনুমতি দেবে। অর্থাৎ, উপরের জন জীবিত না থাকলে পরবর্তী মনোনীত ব্যক্তি সক্রিয় হবেন। এই পদক্ষেপ ব্যাংক লকার সংক্রান্ত বিবাদ ও আইনি জটিলতা কমাতে নেওয়া হয়েছে। নতুন নিয়মের ফলে গ্রাহকদের বড় সুবিধা হবে। এখন গ্রাহক তার সম্পত্তির উপর নিয়ন্ত্রণ রেখে একাধিক মনোনীত ব্যক্তি নির্বাচন করতে পারবেন। যে কোনো আকস্মিক পরিস্থিতিতে পরিবারের অর্থ বা জিনিসপত্র পেতে সুবিধা হবে।
6/6

এই পদক্ষেপটি ব্যাঙ্ক লকার বিষয়ক বিতর্ক এবং আইনি জটিলতা হ্রাস করবে। নতুন নিয়ম গ্রাহকদের জন্য উপকারী হবে। এখন আমানতকারীরা তাদের সম্পত্তির উপর নিয়ন্ত্রণ বজায় রেখে একাধিক মনোনীত ব্যক্তি নির্বাচন করতে পারবেন। কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে পরিবারের সদস্যদের অর্থ বা জিনিসপত্র পেতে সুবিধা হবে।
Published at : 24 Oct 2025 02:57 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement























