এক্সপ্লোর
YouTube Monetisation Update: ইউটিউবে বদলে যাচ্ছে টাকা পাওয়ার নিয়ম, মানিটাইজেশনে নতুন পলিসি, কীভাবে বেশি টাকা ?
YouTube দুটি নির্দিষ্ট নিয়মের রূপরেখা দিয়েছে যা প্ল্যাটফর্মটি কোন ধরনের কন্টেন্টকে মানিটাইজেশনের জন্য অনুপযুক্ত বলে মনে করে তা বলে দিয়েছে।
বদলে যাচ্ছে ইউটিউবের পলিসি।
1/8

আগামী সপ্তাহ থেকেই বদলে যাচ্ছে ইউটিউবের পলিসি। ১৫ জুলাই থেকে একটি নতুন মানিটাইজেশনে পলিসি নিয়ে আসছে গুগল। মূলত, একই ধরনের বা কম খাটনির ভিডিও ক্রিয়েটরদের আয় কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্ল্যাটফর্মটি এই ধরনের সামগ্রী সনাক্ত করতে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YPP) নতুন আপডেট করেছে।
2/8

নতুন ইউটিউবের মানিটাইজেশনের নীতিতে ইউটিউব বলেছে, “ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP) এর অংশ হিসাবে এবার মানিটাইজেশনের জন্য, ইউটিউব ক্রিয়েটরদের 'মূল' এবং 'আসল' ভিডিয়ো আপলোড করতে বাধ্য করবে। ১৫ জুলাই থেকে ইউটিউব এই নির্দেশিকা অনুযায়ী আপডেট করবে। যাতে ব্যাপকভাবে উৎপাদিত ও একই ধরনের কমটেন্ট আরও ভালভাবে সনাক্ত করা যায়। এই আপডেটেপ ফলে যাচাই না করা কনটেন্টগুলি কেমন দেখাতে পারে তাও বোঝা যাবে ।
Published at : 09 Jul 2025 10:42 PM (IST)
আরও দেখুন
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
ব্যবসা-বাণিজ্যের
অটো






















