এক্সপ্লোর
কন্যা রাশি? চালাকিই বিপদে ত্রাতা, আপনার রাশিফল কী বলছে?
1/12

নিজের চেষ্টায় প্রচুর অর্থ আয় করতে পারবেন। হজমের গণ্ডগোল হতে পারে। চাকরির জন্য ভাল যোগাযোগ হওয়ায় আনন্দ। বাড়তি কোনও খরচের জন্য বাড়িতে বিবাদ। আজ দিনটি খুব খারাপ যাবে না। শত্রু আজ দুর্বলতার সুযোগ নিতে পারে। পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে। জ্যোতিষচর্চা থেকে আনন্দ বৃদ্ধি। চাকরির স্থানে চাপ বাড়তে বৃদ্ধি।
2/12

চাকরির ব্যাপারে চিন্তা বাড়তে পারে। শরীরের কোনও অংশে যন্ত্রণা থেকে কষ্ট। প্রেমের দিকে জটিলতা বৃদ্ধি। কোনও উপহার আসার সম্ভাবনা। কর্মস্থানে অস্থিরতা বাড়তে পারে। অর্থ ব্যপারে চাপ। কোনও কারণে মনে ভয় বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে একটু বুঝে কথা বলুন, বিবাদ হতে পারে। হৃদরোগ নিয়ে চিন্তা। আজ ব্যবসার দিকে একটু মন্দা বাড়তে পারে।
Published at :
আরও দেখুন





















