এক্সপ্লোর
নিজের প্রতিভা ফুটিয়ে তোলার আজ বিশেষ দিন ‘মেষ’ জাতকদের -- আপনার রাশি কী বলছে?
1/12

ভাল খাবারের জন্য খরচ বাড়বে। প্রিয় জনের কাছ থেকে প্রচুর ভালবাসা পাবেন। পড়াশোনায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন। বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। আজ সকাল থেকে দাঁতের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় শত্রুর জন্য ক্ষতি হতে পারে। প্রেমের জন্য মনে আজ আনন্দ থাকবে। বাবার জন্য চিন্তা বাড়বে।
2/12

অতিরিক্ত দুর্বলতার জন্য শত্রুরা সুযোগ নিতে পারে। ভাল কাজ করেও আজ সুনাম পেতে দেরি হবে। নতুন কোনও বন্ধুর দেখা পেতে পারেন। ব্যবসায় কাজের চাপ বাড়বে। প্রেমের জন্য অশান্তি বাড়বে। অসৎদের থেকে সাবধান থাকুন। কোনও অপরিচিত ব্যক্তির উপকার করতে হতে পরে। ব্যবসায় সম্মান ও লাভ বাড়তে পারে। পেটের সমস্যার জন্য আজ ক্ষতির আশঙ্কা।
Published at :
আরও দেখুন






















