এক্সপ্লোর
ABP Centenary: বাংলা ও বাঙালির রোজনামচায়, শতবর্ষে আনন্দবাজার, দেখুন উদযাপনের টুকরো মুহূর্ত
নিজস্ব চিত্র
1/9

পায়ে পায়ে একশো। ২০২২ সালে একশো বছর পূর্ণ করল ভারতের প্রথম সারির দৈনিক বাংলা সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা। ১৯২২ সালে যাত্রা শুরু হয়েছিল এই পত্রিকার। তারপর থেকে বিভিন্ন ঘাত-প্রতিঘাত পেরিয়ে শতবর্ষ পূর্তি। শনিবার আনন্দবাজার পত্রিকার শতবর্ষ পূর্তি উদযাপন হয়ে নিউটাউনে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে। মঞ্চসজ্জা ও মঞ্চ অলঙ্করণ ছিল অসামান্য। নিজস্ব চিত্র/ পিটিআই
2/9

শতবর্ষ পূর্তি উদযাপন অনুষ্ঠান ঘিরে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে উপস্থিত ছিলেন এবিপি প্রাইভেট লিমিটেডের চিফ এডিটর অ্যান্ড পাবলিশার অতিদেব সরকার। উপস্থিত ছিলেন আনন্দবাজার পত্রিকার সম্পাদক ঈশানী দত্ত রায়। উপস্থিত ছিলেন পত্রিকার সঙ্গে যুক্ত কর্মী থেকে শুরু করে বহু বরিষ্ঠ সাংবাদিক। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সমাজের বিভিন্ন স্তরের একাধিক গণমান্য ব্যক্তিত্ব। নিজস্ব চিত্র/ পিটিআই
Published at : 10 Jul 2022 04:38 PM (IST)
আরও দেখুন






















