এক্সপ্লোর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Annapurna Puja 2023: ধুমধাম করে দেবী অন্নপূর্ণার আরাধনা সাবর্ণ রায় চৌধুরীর বাড়িতে, ভোগ পেলেন অন্তত ২ হাজার
Annapurna Puja: বুধবার সকাল থেকে শুরু হয় পুজো। দেওয়া হয় অঞ্জলি। দুপুরে চালকুমড়ো ও আখ বলি দেওয়া হয়।
![Annapurna Puja: বুধবার সকাল থেকে শুরু হয় পুজো। দেওয়া হয় অঞ্জলি। দুপুরে চালকুমড়ো ও আখ বলি দেওয়া হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/60ebc5b8643bc85ff8ea68f8bd38358e1680147963720385_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
নিজস্ব চিত্র
1/10
![আজ অন্নপূর্ণা পুজো৷ ধুমধাম করে অন্নদাত্রীর পুজো হল বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বড় বাড়িতে। পরিবারের সদস্যদের পাশাপাশি, পুজোয় যোগ দেন আশপাশের মানুষও। ভোগ বিতরণ করা হয় প্রায় ২ হাজার জনকে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/47be207afbf0e95dbe501356ac440f6586a02.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আজ অন্নপূর্ণা পুজো৷ ধুমধাম করে অন্নদাত্রীর পুজো হল বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বড় বাড়িতে। পরিবারের সদস্যদের পাশাপাশি, পুজোয় যোগ দেন আশপাশের মানুষও। ভোগ বিতরণ করা হয় প্রায় ২ হাজার জনকে।
2/10
![বাংলার ঘরে ফের দেবীর আরাধনা৷ অন্নপূর্ণার আরাধনা বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বড়বাড়িতে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/2b05c14c8be52eefaa7e142b77745456771cb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাংলার ঘরে ফের দেবীর আরাধনা৷ অন্নপূর্ণার আরাধনা বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের বড়বাড়িতে।
3/10
![বুধবার সকাল থেকে শুরু হয় পুজো। দেওয়া হয় অঞ্জলি। দুপুরে চালকুমড়ো ও আখ বলি দেওয়া হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/968b8720297db5b030aafa7fdf0acc6663998.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বুধবার সকাল থেকে শুরু হয় পুজো। দেওয়া হয় অঞ্জলি। দুপুরে চালকুমড়ো ও আখ বলি দেওয়া হয়।
4/10
![রীতি মেনে অন্নকূট উৎসবে নিবেদন করা হয় পোলাও, অন্ন, ৭ রকমের মাছ, ৫ রকমের ভাজা, ৫ রকমের তরকারি, পায়েস, মিষ্টি।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/a7bee68e484a3cae07c3ba196d2cbfb108b4a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
রীতি মেনে অন্নকূট উৎসবে নিবেদন করা হয় পোলাও, অন্ন, ৭ রকমের মাছ, ৫ রকমের ভাজা, ৫ রকমের তরকারি, পায়েস, মিষ্টি।
5/10
![সাবর্ণ রায়চৌধুরী পরিবার সূত্রে খবর, পরিবারের সদস্য চন্দ্রকান্ত রায়চৌধুরী কলকাতায় প্রথম অন্নপূর্ণা পুজোর প্রচলন করেন ১৮৫০ সালে। আগে এই মন্দির পঞ্চরত্ন মন্দির ছিল। ১৯৬০ সালে ভেঙে যাওয়ার পর সংস্কার করা হয়। বড়বাড়ির অন্নপূর্ণা পুজো এবার পা দিল ১৭৪ বছরে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/b3c641642e1fbcc7607fc5449831b3f17115c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
সাবর্ণ রায়চৌধুরী পরিবার সূত্রে খবর, পরিবারের সদস্য চন্দ্রকান্ত রায়চৌধুরী কলকাতায় প্রথম অন্নপূর্ণা পুজোর প্রচলন করেন ১৮৫০ সালে। আগে এই মন্দির পঞ্চরত্ন মন্দির ছিল। ১৯৬০ সালে ভেঙে যাওয়ার পর সংস্কার করা হয়। বড়বাড়ির অন্নপূর্ণা পুজো এবার পা দিল ১৭৪ বছরে
6/10
![পরিবারের সদস্যদের পাশাপাশি, পুজোয় যোগ দেন আশপাশের মানুষ। পুজোর পর ভক্তদের মধ্যে বিলি করা হয় ভোগ।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/bbf069270cf63f458e0970daed131dd21bd50.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
পরিবারের সদস্যদের পাশাপাশি, পুজোয় যোগ দেন আশপাশের মানুষ। পুজোর পর ভক্তদের মধ্যে বিলি করা হয় ভোগ।
7/10
![চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে বাংলার ঘরে ঘরে অন্নপূর্ণা আরাধনার আয়োজন। সাড়ম্বরে পুজো হয়েছে লেক কালীবাড়িতেও। দুর্গাপুজোর মতোই দেবীর চক্ষুদান, ভোগারতি, পুষ্পাঞ্জলির পর ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/a97cdbe4421bdc10cf3b090a5ac5e36eb18ac.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চৈত্র মাসের শুক্লা অষ্টমীতে বাংলার ঘরে ঘরে অন্নপূর্ণা আরাধনার আয়োজন। সাড়ম্বরে পুজো হয়েছে লেক কালীবাড়িতেও। দুর্গাপুজোর মতোই দেবীর চক্ষুদান, ভোগারতি, পুষ্পাঞ্জলির পর ভোগ ও প্রসাদ বিতরণ করা হয়।
8/10
![চৈত্রের শুক্লপক্ষে বুধবার দেবী অন্নপূর্ণার আরাধনা আজ বাঙালির ঘরে ঘরে। দ্বিভূজা দেবীর একহাতে কলস, অন্য হাতে তিনি অন্নদান করছেন ভগবান শিবকে। জগতের অন্নকষ্ট দূর করতে স্বয়ং শিব ভিখারির বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/57e63ef2f2a18ea165d6031bcfe073c1c7b91.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
চৈত্রের শুক্লপক্ষে বুধবার দেবী অন্নপূর্ণার আরাধনা আজ বাঙালির ঘরে ঘরে। দ্বিভূজা দেবীর একহাতে কলস, অন্য হাতে তিনি অন্নদান করছেন ভগবান শিবকে। জগতের অন্নকষ্ট দূর করতে স্বয়ং শিব ভিখারির বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার।
9/10
![আমার সন্তান যেন থাকে দুধেভাতে, চিরাচরিত এই আর্তি নিয়ে ঘরে ঘরে অন্নপূর্ণার পুজো হয়। মনে করা হয়, গৃহে অন্নপূর্ণার পুজো করলে কখনওই অন্নের অভাব হয় না। অন্নপূর্ণা পুজোয় দরিদ্র নারায়ণ সেবা করলে ঘরে সমৃদ্ধি আসে।](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/15181b660990b568b4c45f7f878b3d0b63a3d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
আমার সন্তান যেন থাকে দুধেভাতে, চিরাচরিত এই আর্তি নিয়ে ঘরে ঘরে অন্নপূর্ণার পুজো হয়। মনে করা হয়, গৃহে অন্নপূর্ণার পুজো করলে কখনওই অন্নের অভাব হয় না। অন্নপূর্ণা পুজোয় দরিদ্র নারায়ণ সেবা করলে ঘরে সমৃদ্ধি আসে।
10/10
![বাসন্তী দুর্গা অষ্টমীতে দেবীর আরেক রূপ এই অন্নপূর্ণার পুজো করা হয়। বুধবার সারাদিনই অষ্টমী রয়েছে। ফলে সেই মতো পুজো অর্পণ করতে পারেন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/30/1af6534676d193781afa0663c6096e2dc9ac5.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
বাসন্তী দুর্গা অষ্টমীতে দেবীর আরেক রূপ এই অন্নপূর্ণার পুজো করা হয়। বুধবার সারাদিনই অষ্টমী রয়েছে। ফলে সেই মতো পুজো অর্পণ করতে পারেন
Published at : 30 Mar 2023 09:19 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)